Tokyo Olympics 2020: হরমনপ্রীতের জোড়া গোল, দুরন্ত শ্রীজেশ, হকিতে নিউজ়িল্যান্ডকে হারাল ভারত
পুল এ-র প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিল ভারত। শুরুতে পিছিয়ে পড়লেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারতীয় দল।
টোকিও: শনিবার টোকিও অলিম্পিক্সে ভারতের দিনটা ভালই কাটছে। তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টে দীপিকা কুমারী ও প্রবীণ যাদবের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পরেই হকিতে সুখবর। পুল এ-র প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে দিল ভারত। শুরুতে পিছিয়ে পড়লেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারতীয় দল।
ভারতের হয়ে জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ। শেষ পর্যন্ত অবশ্য ভারতীয় দলের জয় সম্ভব হয়েছে কারণ, গোলপোস্টের নীচে দুর্ভেদ্য হয়ে উঠেছেন শ্রীজেশ। চতুর্থ কোয়ার্টারে নিউজ়িল্যান্ডের মুহূর্মুহূ আক্রমণের মুখে দুর্ভেদ্য ছিলেন তিনি। একেবারে শেষ বাঁশি বাজার আগে ঝাঁপিয়ে পড়েও দুরন্ত একটি সেভ করেন শ্রীজেশ। সব মিলিয়ে পুল এ-র প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্ট নিয়ে শেষ করল ভারত। পুল এ-তে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে রয়েছে তারা। কাল, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই ভারতের। তার আগে এই জয় নিঃসন্দেহে ভারতীয় শিবিরে অক্সিজেন জোগাবে।
ম্যাচের শুরুতে কেন রাসেল পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে দেন নিউজ়িল্যান্ডকে। তবে গোল হজম করার পর তেড়েফুঁড়ে খেলতে শুরু করে ভারত। বাড়ে আক্রমণের ঝাঁঝ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ম্যাচে ভারতকে সমতায় ফেরান রূপিন্দর পাল সিংহ। ১-১ ফলে শেষ হয় প্রথম কোয়ার্টার।
দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত সিংহ। সুরিন্দর সিংহের পেনাল্ট কর্নার ট্র্যাপ করেন রূপিন্দর। সেখান থেকে গোল করেন হরমনপ্রীত। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান হরমনপ্রীতই। ৩-১ এগিয়ে যায় ভারত। এরপর অবশ্য নিউজ়িল্যান্ড গোল করে ৩-২ করে। শেষ কোয়ার্টারে একের পর এক আক্রমণ তুলে আনেন কিউয়িরা। তবে ভারতীয় গোলপোস্টের নীচে দুর্ভেদ্য হয়ে দাঁড়ান শ্রীজেশ। তাঁর দৃঢ়তায় গোল শোধ করতে পারেনি নিউজ়িল্যান্ড।
চিনা তাইপের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, কোয়ার্টার ফাইনালে দীপিকা-প্রবীণ