Paris Olympics 2024: বিনেশ ফোগতের ইতিহাস, প্যারিস অলিম্পিক্সে কুস্তির ফাইনালে ভারতীয় তারকা
Vinesh Phogat: কিউবার ইউসনেলিস গুজ়ম্যানের বিরুদ্ধে ৫-০ জিতে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে গেলেন বিনেশ ফোগত।
প্যারিস: মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইলের সেমিফাইনালে কিউবার ইউসনেলিস গুজ়ম্যানের বিরুদ্ধে ম্যাটে নেমেছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। লক্ষ্য ছিল প্য়ারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ফাইনালে পৌঁছে পদক সুনিশ্চিত করা। সেই লক্ষ্যে সফল হলেন তিনি। ৫-০ সেমিফাইনাল ম্যাচ জিতে পৌঁছে গেলেন ফাইনালে। প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক জয় সুনিশ্চিত হল।
নিজের বিগত দুই ম্যাচে দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছিলেন ভারতীয় কুস্তিগীর। নিজের প্রথম ম্যাচে বিশ্বের এক নম্বর কুস্তগীর তথা গত বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন ইউয়ি সুসাকিকে হারিয়েছিলেন বিনেশ। গত অলিম্পিক্সে এক পয়েন্টও না খুইয়ে খেতাব জেতা কুস্তিগীরের বিরুদ্ধে বিনেশের জয়ে সকলকেই খানিক চমকেই দিয়েছিল। কোয়ার্টার ফাইনালে আরেক বিশ্বচ্যাম্পিয়ন ইউক্রেনের ওকসানা লিভাচকে হারিয়ে সেমিফাইনালে টিকিট পাকা করেন ২৯ বছর বয়সি ভারতীয় কুস্তিগীর। উজ্জ্বল হয় তাঁর পদক জয়ের সম্ভাবনা।
অনেকেই আশঙ্কা করছিলেন একদিনে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নামা বিনেশ সেমিফাইনালে ক্লান্ত না হয়ে পড়েন। তবে খেলায় ক্লান্তির লেশমাত্র দেখা গেল না। ম্যাচের আগাগোড়া দাপট দেখিয়ে ভারতের জন্য এবারের অলিম্পিক্সে চতুর্থ পদক নিশ্চিত করে ফেললেন তিনি। ফাইনালে পৌঁছনোয় বিনেশের অন্তত রুপোজয় সুনিশ্চিত।
🇮🇳 Result Update: Women’s Wrestling Freestyle 50KG SF👇@Phogat_Vinesh on a winning spree, continues her quest for glory & assures a medal🏅 for 🇮🇳 💯🔥
— SAI Media (@Media_SAI) August 6, 2024
The seasoned grappler picked up two historic wins earlier today and went past her Cuban opponent Yusneylis Guzman Lopez in… pic.twitter.com/Kd0pgYtNEF
বিনেশ তৃতীয় ভারতীয় কুস্তিগীর হিসাবে অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতে নিয়ে দেশে ফিরবেন। তবে এর আগে এই কৃতিত্ব আর কোনও ভারতীয় মহিলার দখলে নেই। ইতিহাস গড়লেন বিনেশ।
ম্যাচের শুরুটা কিন্তু দুই কুস্তিগীরই বেশ দেখেশুনেই সাবধানভাবে করেন। তবে কিউবান প্রতিপক্ষের অত্যাধিক রক্ষণাত্মক খেলা বিনেশকে এক টেকনিক্যাল পয়েন্ট পেতে সাহায্য করে। ম্যাচের প্রথম পিরিয়ডে আর কোনও পয়েন্ট জেতেনি কেউ। কিন্তু দ্বিতীয় পিরিয়ডে বিনেশ চার পয়েন্ট জিতে নিয়ে ম্যাচ নিজের নামে করে ফেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: এক থ্রোই যথেষ্ট, প্যারিসে জ্যাভলিনের ফাইনালে নীরজ, ব্যর্থ জীনা, ফাইনালে পাকিস্তানের নাদিমও