এক্সপ্লোর
Advertisement
জীবনের অন্যতম সেরা মুহূর্ত, বলছেন উল্লসিত সিন্ধু
রিও ডি জেনেইরো: লন্ডন অলিম্পিকে রুপো পাওয়া ইয়াহান ওয়াংকে হারিয়ে রিও অলিম্পিকের সেমিফাইনালে ওঠাকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলে অভিহিত করলেন পিভি সিন্ধু। হায়দরাবাদের এই ব্যাডমিন্টন তারকা বলেছেন, ‘এটাও রিও অলিম্পিক। এটা একেবারে অন্যরকম অনুভূতি। এটা অন্যতম সেরা মুহূর্ত। আশা করি এরকম মুহূর্ত আরও অনেক আসবে।’
কোয়ার্টার ফাইনালে চিনের ওয়াংয়ের বিরুদ্ধে লড়াই সহজ ছিল না। কিন্তু ঠান্ডা মাথায় খেলে ম্যাচ জিতে নিয়েছেন সিন্ধু। এবার শেষ চারের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ জাপানের নোজোমি ওকুহারা। সিন্ধুর হাত ধরেই এবারের অলিম্পিক থেকে প্রথম পদক পাওয়ার আশা করছে সারা দেশ। তবে ভারতের এই শাটলার পদকের চাপ অনুভব করছেন না। তিনি বলছেন, ‘আমি শুধু নিজের খেলা নিয়ে ভাবছিলাম। ভাল খেললে এমনিতেই জয় পাব এবং পদক জিতব। আমি এখন পরের ম্যাচ নিয়েই ভাবছি। আশা করি নিজের সেরা খেলাটা খেলতে পারব।’
ধৈর্য ধরে খেলার ফলেই চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় এসেছে বলে মনে করছেন সিন্ধু। তিনি বলেছেন, ‘ম্যাচে বড় র্যালি হচ্ছিল। ওয়াং আক্রমণাত্মক খেলছিল। আমার স্ম্যাশ বাইরে যাচ্ছে দেখেও ও ছেড়ে না দিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছিল। আমি ধৈর্য ধরে খেলছিলাম। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। আমি কোনও সময়েই ভাবিনি হেরে যাব। কারণ, যে কোনও সময়েই খেলা ঘুরে যাওয়ার সম্ভাবনা ছিল। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ওয়াং দারুণ খেলেছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement