Ostader Maar: ক্রিকেটের 'হোমে' অজিঙ্ক রাহানের কেরিয়ারের 'সেরা' ইনিংস
Ajinkya Rahane: ২০১৪ সালের ১৭ জুলাই নবম ভারতীয় ব্যাটার হিসাবে লর্ডসে শতরান করেন অজিঙ্ক রাহানে। তিনি ১০৩ রানের ইনিংস খেলেন।
কলকাতা: বিদেশের মাটিতে অজিঙ্ক রাহানে ( Ajinkya Rahane) একাধিকবার ভারতের রক্ষাকর্তা হয়ে উঠেছেন । ২০১৪ সালের ১৭ জুলাই এমনই এক ইনিংস খেলেছিলেন রাহানে যা ক্রিকেটের 'হোমে' ভারতকে এক বিখ্যাত জয় এনে দিয়েছিল। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে শতরান করা যে কোনও ক্রিকেটারেরই স্বপ্ন, আর সেই শতরান যদি লর্ডসের ময়দানে আসে, তাহলে তার গুরুত্ব আরও একটু বেড়ে যায়। আট বছর কেটে গেলেও তাই তো রাহানের সেই শতরান আজও ক্রিকেটপ্রেমীদের মনে তরতাজা।
রাহানে-ভুবির পার্টনারশিপ
২০১৪ সালের ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচে নটিংহ্যামে ভারতীয় ব্যাটাররা বেশ ভালই খেলেছিলেন। তবে তা সত্ত্বেও দল ম্যাচ জিততে পারেনি। দ্বিতীয় টেস্টে লর্ডসের মেঘলা আকাশে রাহানের ইনিংস ভারতের জয়ের স্বপ্নপূরণ করে। ৮৬ রানের মধ্যেই ভারতের দুই ওপেনার ও বিরাট কোহলিকে আউট করে ইংল্যান্ড। ১৫০ রান হওয়ার আগেই সাত উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে ভুবনেশ্বর কুমারকে সঙ্গী করেই ইংল্যান্ড পেস বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে লড়াই করা শুরু করেন রাহানে।
অষ্টম উইকেটে ভুবনেশ্বর কুমারের সঙ্গে মিলে ৯০ রান যোগ করেন তারকা মিডল অর্ডার ব্যাটার। সবুজ ঘাসে মোড়া পিচে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন রাহানে। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও একটি ছক্কায়। রাহানের দৌলতেই মূলত ভারত প্রথম ইনিংসে ২৯৫ রান তোলে। রাহানের পর ভুবনেশ্বরের ৩৬ রানই এই ইনিংসে ভারতীয় ব্য়াটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ছিল। ব্যাটের পর বল হাতেও প্রথম ইনিংসে ভুবনেশ্বর কুমার ছয় উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ইংল্য়ান্ড ব্যাটিং অর্ডারকে নাস্তানাবুদ করেন ইশান্ত শর্মা। সাত উইকেট নেন তিনি।
https://www.youtube.com/watch?time_continue=1&v=6kCcAB351Wo&feature=emb_title
ভারতের জয়
রাহানের শতরান ও ভুবনেশ্বর এবং ইশান্তের অসামান্য বোলিংয়ে ভর করে ৯৫ রানে লর্ডসেই ইংল্যান্ডকে হারায় ভারতীয় দল। পরবর্তী সময়ে মেলবোর্নে ১১২ রানের আরেকটি স্মরণীয় ইনিংস খেলার পর রাহানেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মেলবোর্ন নয়, বরং ইংল্যান্ডে লর্ডসের শতরানটিই তাঁর মতে তাঁর কেরিয়ারের সবচেয়ে সেরা ইনিংস। প্রসঙ্গত, এই ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেলেও, পাঁচ ম্যাচের সিরিজের বাকি তিন ম্যাচ হেরে ভারত ১-৩ ব্যবধানে সিরিজে পরাজিত হয়।
আরও পড়ুন: শীঘ্রই আসবে বিশ্বখেতাবও, এশিয়া কাপ জিতেই ভবিষ্যদ্বাণী দীপ্তি শর্মার