Ghatal Raid: ঘাটালে কলকাতা পুলিশের STF-এর অভিযান, অস্ত্র-সহ গ্রেফতার ১৩ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবা থেকে মুকুন্দপুর, পর পর ঘটনায় তোলপাড়ের মধ্যেই ফের অস্ত্র উদ্ধার । ঘাটালে কলকাতা পুলিশের STF-এর অভিযান, অস্ত্র-সহ গ্রেফতার ১৩ । ধৃতদের কাছ থেকে উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি, ছুরি । ধৃতদের অধিকাংশই ভিন রাজ্যের বাসিন্দা, পুলিশ সূত্রে খবর
আরও খবর....
কসবাকাণ্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত গুলজারের । 'দুবাইয়ে কাজ করে উপার্জন করা টাকায় কসবায় গোডাউন কেনে গুলজার' । '২০১১-১২ সালে সুশান্ত ঘোষের এলাকায় কেনা হয় গোডাউন' । 'কাউন্সিলরের অনুগামীরা সেই গোডাউন দখল করে নেয়' । 'বারবার অনুরোধের পরেও কষ্টের টাকায় কেনা সেই গোডাউন উদ্ধার করা যায়নি' । 'হতাশ হয়েই মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ' । 'সুশান্তর উপরে হামলার জন্য ইকবালই অস্ত্র ও লোক সাপ্লাই দেয়' । পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের: সূত্র । 'মুঙ্গের থেকে অস্ত্র এসেছে, তদন্তের স্বার্থে পুলিশকে মুঙ্গেরে যেতে হবে' । 'শুধু গুলজার নয়, হামলার সঙ্গে আরও অনেকে জড়িত' । গুলজারের পুলিশ হেফাজত চেয়ে সওয়াল সরকারি আইনজীবীর । ২৯ নভেম্বর পর্যন্ত ধৃত গুলজারের পুলিশ হেফাজত