এক্সপ্লোর
আমাদের বোলাররা সাফল্য পেয়েছেন কারণ তাঁরা পরিস্থিতির শিকার হতে চাননি, বললেন রোহিত শর্মা

দুবাই: এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার জন্য বোলারদের বিশেষ কৃতিত্ব দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত বলেছেন, প্রথম থেকেই ভারতীয় দল যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল। বোলাররা জানতেন, পরিবেশ তাঁদের অনুকূল নয় কিন্তু তাঁরা পরিবেশকে মাথায় চড়তে দেননি। দুবাইয়ের প্রচণ্ড গরম ও ফ্ল্যাট পিচ সামলে প্রশংসনীয় কাজ করেছেন ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহরা। ১৬২ রানে পাকিস্তানকে রুখে দিয়ে ব্যাটসম্যানদের কাজ অনেকটা সহজ করে দেন তাঁরা। ভুবনেশ্বর ১৫ রানে ৩ উইকেট নেন, জয়প্রীত বুমরাহ ২৩ রানে ২ উইকেট ও কুলদীপ যাদব ৩৭ রানে ১ উইকেট। জয়ের কৃতিত্ব তাঁদের দিয়ে রোহিত বলেছেন, হংকং ম্যাচের ভুল থেকে দল শিখতে চেয়েছিল। বোলাররা দুর্দান্ত কাজ করেছেন কারণ পরিবেশ তাঁদের অনুকূল ছিল না। কিন্তু পরিবেশকে পাত্তা না দিয়ে তাঁরা তাঁদের কাজটা করেছেন। ভারত অধিনায়ক আরও জানিয়েছেন, তাঁরা তাঁদের নির্ধারিত পথেই খেলেছেন। আগের ম্যাচের থেকে অনেক উন্নতি করেছে টিম ইন্ডিয়া, স্পিনাররা ঠিকমত বল করেছেন, অকল্পনীয়ভাবে এসেছে ব্রেকথ্রু। প্রথম ১০ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বোলাররা শুরুতেই উইকেট তুলে নিয়েছে। ভারতীয় দল পাকিস্তানের পক্ষে কাজটা সহজ করে দিতে চায়নি। বাবর আজম ও শোয়েব মালিকের ৮২ রানের পার্টনারশিপ চলাকালীন বোলারদের চাপ না নেওয়ার পরামর্শ দেন রোহিত, তখনও পূর্ব পরিকল্পনা মতই ম্যাচ খেলেন তাঁরা। রোহিত বলেছেন, কুলদীপ যাদবেপ সাইড আর্ম অফ স্পিন অন্য দলের ব্যাটসম্যানরা বুঝতে পারছেন না। ঠিক সময়ে কুলদীপ তাঁর কাজটা করে দিচ্ছেন, নিজের বোলিংয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন তিনি। রোহিত নিজেও ব্যাট হাতে নিজের ইনিংস উপভোগ করেছেন, যে ডেলিভারিতে আউট হয়েছেন, সেটা দুর্দান্ত ছিল। তিনি বলেছেন, দুবাইতে তাঁর দল বিশেষ খেলেনি কিন্তু বুঝে গিয়েছেন, এ ধরনের পিচে কীভাবে খেলতে হবে। ম্যান অফ দ্য ম্যাচ ভুবনেশ্বর কুমারও কুলদীপের প্রশংসা করে বলেছেন, হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতিতে তিনি যেভাবে বোলিং সামলেছেন তা প্রশংসা করার মত। বিশেষ করে যে পিচে বল সুইং করছে না, সেখানে লেংথে বল ফেলে স্টাম্প উড়িয়ে দেওয়ার চেষ্টাটাই জরুরি। তাঁর ধারণা, গরমের কারণেই চোট পেয়েছেন হার্দিক, এতদিন ইংল্যান্ডে খেলে এসে দুবাইয়ের গরমের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারেননি। পাক অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, শট বাছাইয়ে গন্ডগোলের কারণেই ভরাডুবি ঘটেছে তাঁর ব্যাটসম্যানদের। ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি, প্রথম ৫ ওভারেই ২ উইকেট খুইয়ে তাঁরা চাপে পড়ে যান। মাঝামাঝি সময়ে ভাল ব্যাটিং করলেও ফের উইকেট পড়ে যায়, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি। ব্যাটসম্যানরা ভাল খেলতে পারেননি, ভুল শট মারতে গিয়েই সকলে আউট হয়েছেন। তাঁরা দুই স্পিনার খেলার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু তৃতীয়জন উইকেট তুলে নেন। তাঁর মতে, টুর্নামেন্টের শুরুতেই এভাবে ঝাঁকুনি খাওয়া ভাল, এ ধরনের ভুল তাঁরা আর না করার চেষ্টা করবেন। পরের ম্যাচে আরও প্রস্তুত হয়ে নামবেন তাঁরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















