Shoaib Akhtar: বায়োপিক হচ্ছে না, ছবির নির্মাতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন শোয়েব আখতার
Pakistan Cricket Team: শোয়েব আখতার নিজেই জানালেন যে, তাঁর বায়োপিক আপাতত হচ্ছে না। ছবির নির্মাতাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথাও ঘোষণা করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

রাওয়ালপিণ্ডি: ধুমধাম করে ঘোষণা করা হয়েছিল যে, তাঁর জীবনে পর্দায় ফুটিয়ে তোলা হবে। কিন্তু শোয়েব আখতার (Shoaib Akhtar) নিজেই জানালেন যে, তাঁর বায়োপিক আপাতত হচ্ছে না। ছবির নির্মাতাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথাও ঘোষণা করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
পর্তুগালে ছুটি কাটাচ্ছিলেন শোয়েব আখতার। তারপর পাকিস্তানে ফিরেছেন। আর ফিরেই সমর্থক ও ভক্তদের একটি খারাপ খবর দিয়েছেন আখতার। তাঁর বায়োপিক 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' আপাতত হচ্ছে না।
পাকিস্তানি ফাস্টবোলারের বায়োপিক নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ ছিল। কিন্তু নির্মাতার সঙ্গে মতবিরোধের কারণে বায়োপিকর সঙ্গে নিজেকে আর যুক্ত রাখতে চান না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলার। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন শোয়েব।
২০২২ সালের জুলাই থেকে শুরু হয়ে গিয়েছিল শোয়েবের বায়োপিক তৈরির কাজ। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু আচমকাই বায়োপিকের নির্মাতার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে শোয়েবের। ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় নির্মাতার সঙ্গে চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন। শোয়েবের এই সিদ্ধান্তে অনেকেই হতাশ।
দেশের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ান ডে এবং ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শোয়েব। তিনি জানিয়েছেন, মতবিরোধের সমাধান করা সম্ভব হয়নি। শোয়েব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ক্রমাগত চুক্তি লঙ্ঘনের ফলে সিনেমার নির্মাতাদের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলাম। আমার বায়োপিকের সবরকম সত্ত্ব প্রত্যাহার করেছি। এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা কোনওভাবেই সম্ভব নয়।'
View this post on Instagram
আখতার মনে করেন সিনেমাটা তৈরি হলে শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বে তাঁর ভক্তরা খুশি হতেন। জীবনের অনেক অজানা এবং অদেখা জিনিস দেখানো হতো সিনেমায়। কিন্তু সেটা হল না। তাই দর্শকদের জন্য তাঁর খারাপ লাগছে। তবে এই সিনেমা নির্মাতাদের সঙ্গে কাজ করতে না পারলেও পরবর্তীকালে অন্য কোনও সংস্থার সঙ্গে চুক্তি করে তিনি বায়োপিকের কাজ করতে পারেন বলে জানিয়েছেন শোয়েব। পাশাপাশি এরপরেও তাঁর জীবনী নিয়ে অভিযুক্ত সংস্থা কাজ করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
আরও পড়ুন: পার্শভির চার উইকেটে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেফালিদের দুরন্ত জয়






















