এক্সপ্লোর
Advertisement
ভবিষ্যতে ভারতে দল পাঠানো নিষিদ্ধ করছে পাকিস্তান!
করাচি: ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া যে কোনও প্রতিযোগিতায় দল পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারির কথা ভাবছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী রিয়াজ পিরজাদা। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রকের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গেও আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন পিরজাদা।
আরও পড়ুন, পাকিস্তানে শীঘ্রই আসছে বড় টেস্ট খেলিয়ে দেশ, দাবি নজম শেঠির
পাকিস্তানের হকি দলকে জুনিয়র বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কথা উল্লেখ করে সেদেশের ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক হকি ফেডারেশন আমাদের জুনিয়র হকি দলের সঙ্গে যে ব্যবহার করেছে, তার পরিপ্রেক্ষিতেই আমরা ভারতে দল পাঠানো নিষিদ্ধ করার কথা ভাবছি।’
লখনউয়ে আজ থেকে শুরু হয়েছে জুনিয়র হকি বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করলেও, নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ দেওয়ার নিশ্চয়তা দিতে না পারায় বাদ পড়েছে পাকিস্তান। তাদের বদলে মালয়েশিয়াকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে।
পাক হকি ফেডারেশনের সচিব শাহবাজ আহমেদের দাবি, ভারতীয় দূতাবাস তাঁদের খেলোয়াড়দের ভিসা মঞ্জুর না করায় বিশ্বকাপে যোগ দেওয়ার নিশ্চয়তা দিতে পারেননি তাঁরা। এই বিশ্বকাপের জন্য দারুণ প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান। সেই কারণে ইচ্ছাকৃতভাবে তাঁদের বাদ দেওয়া হল। ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক হকি ফেডারেশন পাকিস্তানের সঙ্গে অন্যায় আচরণ করেছে। এর ফলে পাক হকির বিশাল ক্ষতি হল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement