(Source: ECI/ABP News/ABP Majha)
Wahab Riaz Retirement: ওয়াটসনের দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন, অবসর ঘোষণা সেই পাকিস্তানি ফাস্টবোলারের
Pakistan Cricket Team: এখনও অনেকের চোখে ভাসে ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বোলিং স্পেল। শেন ওয়াটসনকে কার্যত কোণঠাসা করে দিয়েছিলেন।
করাচি: এখনও অনেকের চোখে ভাসে ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর বোলিং স্পেল। শেন ওয়াটসনকে কার্যত কোণঠাসা করে দিয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সেই বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ় (Wahab Riaz)। বুধবার সোশ্যাল মিডিয়ায় ওয়াহাব লিখেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। অবিশ্বাস্য একটা সফর ছিল। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাব আমার পরিবার, কোচ, মেন্টর, সতীর্থ, ভক্ত ও আমাকে সমর্থন করা সকলকে।' তবে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন, জানিয়েছেন ওয়াহাব। লিখেছেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উত্তেজক সময় অপেক্ষা করে রয়েছে'।
১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ার। তবে গত দু বছরে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ৩৮ বছরের পেসার। ২০২০ সালে শেষবার সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটে রিয়াজ়কে যে আর দেখা যাবে না, তা একরকম বোঝাই গিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণাটা শুধু হল বুধবার।
একটি বিবৃতিতে রিয়াজ় লিখেছেন, 'গত দু বছর ধরেই অবসর নিয়ে কথা বলছিলাম। ২০২৩ সালে বিদায় জানাব ঠিকই করে রেখেছিলাম। আমি এটা ভেবে খুব স্বস্তি পাচ্ছি যে, দেশের হয়ে নিজের সেরাটা দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে ভীষণ সম্মানের।'
পাকিস্তানের জার্সিতে ২৭টি টেস্টে ৮৩ উইকেট নিয়েছেন রিয়াজ়। ৯১টি ওয়ান ডে ম্যাচে নিয়েছেন ১২০টি উইকেট। ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৪টি উইকেটও নিয়েছেন রিয়াজ়।
🏏 Stepping off the international pitch
— Wahab Riaz (@WahabViki) August 16, 2023
🌟 After an incredible journey, I've decided to retire from international cricket. Big thank you to PCB, my family, coaches, mentors, teammates, fans, and everyone who supported me. 🙏
Exciting times ahead in the world of franchise…
২০০৮ সালে জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ান ডে-তে পাকিস্তানের হয়ে অভিষেক হয় ওয়াহাবের। ২০২০ সালের ডিসেম্বরে নিউজ়িল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচই পাকিস্তানের জার্সিতে তাঁর শেষ ম্যাচ।
চলতি বছরের গোড়ার দিকে পাঞ্জাব প্রদেশের অন্তর্বর্তীকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছিল ওয়াহাব রিয়াজ়ের নাম। শপথ আর নেওয়া হয়নি তাঁর। মার্চ মাসে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন