Hockey Asia Cup: অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক, এশিয়া কাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তানের জাতীয় দল
India Pakistan Tension: এশিয়া কাপের আসর বসবে বিহারের রাজগীরে। এশিয়া কাপ শুরু হবে ২৭ অগাস্ট থেকে, যা ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হানা আর তারপর ভারতের অপারেশন সিঁদুর। দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে শোরগোল পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। ভারত ও পাকিস্তানের (India Pakistan Tension) মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক সত্ত্বেও, পাকিস্তানের হকি দল এশিয়া কাপের (asia cup hockey) জন্য ভারতে আসতে চলেছে। ভারত সরকার পাকিস্তানি দলকে ভারতে আসার অনুমতি দিয়েছে। অপারেশন সিঁদুরের পর এটাই হবে কোনও পাক দলের প্রথম ভারত সফর।
এবার এশিয়া কাপের আসর বসবে বিহারের রাজগীরে। এশিয়া কাপ শুরু হবে ২৭ অগাস্ট থেকে, যা ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শোনা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক - এই তিনটি বিভাগই পাকিস্তান দলকে ভারতে আসার অনুমতি দিয়েছে। এছাড়াও, পাকিস্তানি খেলোয়াড়দের ভিসার প্রক্রিয়াও শুরু হয়েছে। উল্লেখ্য, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। যার পরে পাকিস্তান দলের এশিয়া কাপের অংশগ্রহণ নিয়ে সন্দিহান ছিলেন অনেকে। কিন্তু অপারেশন সিঁদুরের পর ভারত সরকার নমনীয়তা দেখিয়েছে।
বহুদেশীয় প্রতিযোগিতা নিয়ে ক্রীড়া মন্ত্রকের অবস্থান
ক্রীড়া মন্ত্রকের এক সূত্র জানিয়েছে, ভারত কোনও দলের ভারতে এসে বহুদেশীয় প্রতিযোগিতায় খেলার বিরুদ্ধে নয়। তবে দ্বিপাক্ষিক সিরিজ আলাদা। পাকিস্তানের হকি দল এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপ খেলতে ভারতে আসবে, কারণ অন্যান্য দলও আসছে। সংশ্লিষ্ট মন্ত্রকগুলি থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। ভারতকে অলিম্পিক চার্টার অনুসরণ করতে হবে। ভারত একটি দেশকে অংশ নিতে বাধা দিতে পারে না।
🚨 Pakistan Hockey team got Indian Govt clearance to travel India for Asia Cup & Jr World Cup!
— The Khel India (@TheKhelIndia) July 3, 2025
The Men's Asia Cup will be hosted by Rajgir, Bihar & Junior World Cup by Chennai & Madurai pic.twitter.com/AbQoyBL8xt
পাকিস্তানকে অনুমতি না দিলে নিষেধাজ্ঞা!
ভারত সরকারের এই সিদ্ধান্ত সেই প্রচেষ্টার একটি অংশ, যা রাজনীতি এবং খেলাকে আলাদা রাখার পাশাপাশি অলিম্পিক চার্টারের নিয়মগুলি মেনে চলে। যেখানে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে কূটনৈতিক দ্বৈরথ সরিয়ে রেখে ঐক্যের কথা বলা হয়েছে, তাদের রাজনৈতিক পটভূমি যাই হোক না কেন। উল্লেখ্য, যদি ভারত পাকিস্তান দলকে দুটি হকি প্রতিযোগিতায় অংশ নিতে বাধা দিত, তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতো।






















