Inzamam on Indian Cricket: ভারতীয় ক্রিকেটের উচ্ছ্বসিত প্রশংসা ইনজামামের
বিরাট কোহলির নেতৃত্বে একঝাঁক তারকা থাকবেন ইংল্যান্ডে। জো রুটদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। একই সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে ম্য়াচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ধবন, হার্দিক, ভুবনেশ্বর, সূর্যকুমার, চাহালরা। যে দল খাতায় কলমে কোনও অংশে কম শক্তিশালী নয় বলেই মত ইনজামামের।
ইসলামাবাদ: তিনি মাঠে বরাবর ভারতের অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসাবে আবির্ভুত হয়েছেন। ভারত-পাকিস্তান ম্যাচ থাকলে একটা সময় তাঁর উইকেট তোলাকে পাখির চোখ করত টিম ইন্ডিয়া। এবার সেই ইনজামাম উল হক ভারতীয় ক্রিকেটকে প্রশংসায় ভরিয়ে দিলেন। এমনকী, ইনজি (ক্রিকেটবিশ্বে এই নামেই পরিচিত প্রাক্তন পাক অধিনায়ক) জানিয়ে দিলেন, অস্ট্রেলিয়া যখন ক্রিকেটবিশ্বকে শাসন করত, তখন তারা যেটা পারেনি, সেটাই এখন করে দেখাচ্ছে ভারত।
কেন এমন বলছেন ইনজামাম? একই সময় টেস্ট ও সীমিত ওভারের সিরিজ খেলছে একই দেশের দুটি দল, এমন নজির ক্রিকেটে নেই। ভারত তা করতে চলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে যখন টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা, তখন শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে ভারতের আর একটি দল। এবং সেই দলকে মোটেও খুব একটা দুর্বল বলা যাবে না। কারণ, শিখর ধবন থেকে শুরু করে হার্দিক পাণ্ড্য, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমারের মতো তারকা ক্রিকেটারেরা সম্ভবত থাকবেন সেই দলে। যা নিয়ে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক উচ্ছ্বসিত। নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে ইনজি বলেছেন, 'একই সময়ে দুটো দল নামাতে পারার ব্যাপারটা বেশ আকর্ষণীয়। ভারত এটা করতে চলেছে। আমার মতে, এই প্রথম এমনটা হচ্ছে যে, একই দেশ একই সময়ে দুটি আলাদা ফরম্যাটের সিরিজ খেলবে। দুটো আবার আলাদা দুটি দেশের বিরুদ্ধে এবং দুটিই আন্তর্জাতিক সিরিজ।'
ইনজামাম আরও বলেছেন, '১৯৯৫ থেকে ২০০৫ বা ২০১০ অবধি সেরা সময় গিয়েছে অস্ট্রেলিয়ার। সে সময় অস্ট্রেলিয়া এ ও অস্ট্রেলিয়া বি নামে দুটি আলাদা দল খেলাতে চেয়েছিল। কিন্তু অনুমতি পায়নি। ভারত সেটাই করছে। করোনা পরিস্থিতিতে যা ভীষণ কার্যকরী। সত্যিই প্রশংসনীয়।' বিরাট কোহলির নেতৃত্বে একঝাঁক তারকা থাকবেন ইংল্যান্ডে। জো রুটদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। একই সময়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি করে ম্য়াচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ধবন, হার্দিক, ভুবনেশ্বর, সূর্যকুমার, চাহালরা। যে দল খাতায় কলমে কোনও অংশে কম শক্তিশালী নয় বলেই মত ইনজামামের।