এক্সপ্লোর
Advertisement
ফিটনেস টেস্টে ব্যর্থ, নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দল থেকে বাদ হার্দিক, পরিবর্ত হিসাবে সুযোগ পেলেন শঙ্কর
বোর্ড সূত্রে খবর, ভারতীয় এ দলে এখন আর ইয়ো ইয়ো টেস্ট হয় না। তবে চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটানোর আগে যে রুটিন ফিটনেস পরীক্ষা হয়, তাতেই ব্যর্থ হয়েছেন হার্দিক।
নয়াদিল্লি: ফিটনেস টেস্টে ব্যর্থ হলেন হার্দিক পাণ্ড্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় এ দল থেকে বাদ পড়লেন বঢোদরার অলরাউন্ডার। তাঁর পরিবর্তে সুযোগ দেওয়া হল বিজয় শঙ্করকে।
নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ওয়ান ডে, তিনটি লিস্ট এ এবং দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারতীয় এ দল। কোমরের অস্ত্রোপচারের পর মনে করা হয়েছিল, এই সিরিজে মাঠে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন হার্দিক। তবে শনিবার মুম্বইয়ে ফিটনেস টেস্টে তিনি ব্যর্থ হয়েছেন। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘হ্যাঁ, দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, পাণ্ড্য ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হয়েছে এবং দল থেকে ওকে বাদ দেওয়া হয়েছে। ওর পরিবর্তে বিজয় শঙ্কর নিউজিল্যান্ড যাচ্ছে।’
বোর্ড সূত্রে খবর, ভারতীয় এ দলে এখন আর ইয়ো ইয়ো টেস্ট হয় না। তবে চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটানোর আগে যে রুটিন ফিটনেস পরীক্ষা হয়, তাতেই ব্যর্থ হয়েছেন হার্দিক। বঢোদরার অলরাউন্ডার নিজে আশাপ্রকাশ করেছিলেন যে, ভারতের সিনিয়র দলের নিউজিল্যান্ড সফর চলাকালীন তিনি ম্যাচ ফিট হয়ে যাবেন। সে কারণেই এ দলে রাখা হয়েছিল তাঁকে। যাতে ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ পান।
হার্দিক আগে বলেছিলেন, ‘সিনিয়র দলের নিউজিল্যান্ড সফরের আগে আমি দেশে ফিরে আসব। এ দলের হয়ে খেলার পরিকল্পনা হয়েছে ম্যাচ প্র্যাক্টিসের জন্য। কিছু আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল এবং তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সবচেয়ে দুশ্চিন্তা হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি চেষ্টা করেছিলাম অস্ত্রোপচার ছাড়াই যাতে পিঠের নীচের অংশের চোট সারিয়ে তোলা যায়। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement