এক্সপ্লোর
Advertisement
পন্থের পক্ষে রোজ দলকে জেতানো সম্ভব নয়, ধবনকে দ্রুত রান তুলতে হবে, বলছেন পন্টিং
নয়াদিল্লি: দিল্লি ক্যাপিটালসের অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার শিখর ধবনের পাওয়ার প্লে-তে আরও দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করা উচিত। কারণ, তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পক্ষে সব ম্যাচেই মারকাটারি ব্যাটিং করা সম্ভব নয়। এমনই মনে করছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর তিনি বলেছেন, ‘আমরা চাই এই দলে শিখর একটা নির্দিষ্ট ভূমিকা পালন করুক। ও নিজেও স্বীকার করেছে, ওর দ্রুত রান করা উচিত ছিল। কিন্তু ১৫ ওভারে আমাদের রান ছিল ২ উইকেটে ১১৮। আমাদের ১৪৭ রান তুলতেই সমস্যা হয়েছে। ইনিংসের শেষদিকে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। কারণ, আমাদের ইনিংসের শুরুটা খুব ভাল হয়েছিল।’
চলতি আইপিএল-এ দিল্লির হয়ে দু’টি ম্যাচেই দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন ধবন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি করেন ৩৬ বলে ৪৩ রান। চেন্নাইয়ের বিরুদ্ধে এই বাঁ হাতি ব্যাটসম্যান করেন ৪৭ বলে ৫১ রান। এই ইনিংসে হতাশ পন্টিং। যদিও তিনি ধবনের পাশে দাঁড়িয়ে বলেছেন, উইকেট কঠিন ছিল। তাছাড়া গোড়ালিতে চোট পাওয়ায় ধবনের পক্ষে ছুটে রান করাও সহজ ছিল না।
দিল্লি ক্যাপিটালসের কোচ আরও বলেছেন, ‘মুম্বইয়ের বিরুদ্ধে ঋষভ যেরকম খেলেছে, সেটা রোজ আশা করা যায় না। কেউই সেটা করতে পারে না। কেউ সব ম্যাচে ২০ বলে ৭৮ রান করতে পারে না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement