Paralympics 2024: প্যারালিম্পিক্সে পঞ্চম পদক ভারতের, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ রুবিনার
Paralympics 2024 Rubina Francis: এই নিয়ে প্যারিস প্য়ারালিম্পিক্সের মঞ্চ থেকে ষষ্ঠ পদক ঘরে তুলল ভারত। কোয়ালিফিকেশন রাউন্ডে চতুর্থ স্থানে থেকে শেষ করেছিলেন রুবিনা।
প্যারিস: অবনী লেখারার পর এবার রুবিনা ফ্রান্সিস। শ্যুটিংয়ে ফের প্যারালিম্পিক্সে পদক জয় ভারতের। শনিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন রুবিনা। ফাইনালে মোট ২১১.১ পয়েন্ট স্কোর করেছিলেন এই তরুণী শ্যুটার। এই নিয়ে প্যারিস প্য়ারালিম্পিক্সের মঞ্চ থেকে ষষ্ঠ পদক ঘরে তুলল ভারত। কোয়ালিফিকেশন রাউন্ডে চতুর্থ স্থানে থেকে শেষ করেছিলেন রুবিনা। তবে ফাইনালে পদক নিশ্চিত করলেন তিনি।
ফাইনালের শুরু থেকেই সোনা জয়ের অন্য়তম দাবিদার ছিলেন রুবিনা। প্রথম তিনটি রাউন্ড শেষে শীর্ষেই ছিলেন রুবিনা। কিন্তু এরপরই ধীরে ধীরে পিছিয়ে আসতে থাকেন এই তরুণী শ্যুটার। এই ইভেন্টে সোনা জিতেছেন ইরানের সারে জাভানমারডি সোনা জিতেছেন ২৩৬.৮ স্কোর করে। দ্বিতীয় স্থানে থেকে রুপো জিতেছেন তুর্কির অ্যাসেল ওজগান। তিনি স্কোর করেছিলেন ২৩১.১ পয়েন্ট।
View this post on Instagram
শুক্রবার ৩০ আগস্ট ১০ মিটার এয়ার রাইফেলের মহিলা বিভাগে অবনী লেখারা সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলার পর ১০ মিটার এয়ার পিস্তল SH1 পিস্তলে রুপো জিতে নিয়েছিলেন ভারতের প্যারা শ্যুটার মণীশ নারওয়াল। ২৩৪.৯ পয়েন্ট পেয়ে এই পদক জিতে নেন। অন্যদিকে, মহিলা T35 ১০০ মিটার দৌড়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন প্যারা স্প্রিন্টার প্রীতি পাল। নিজের কেরিয়ারের সেরাটা উজাড় করে দিয়ে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ জিতে নেন তিনি। ১৪.২১ সেকেন্ডে নিজের লক্ষ্যে পৌঁছন প্রীতি।
শুরুটা ভালই হয়েছিল মণীশের। কিন্তু, খেলার মাঝামাঝিতে গিয়ে ষষ্ঠ স্থানে নেমে আসেন ভারতীয় শ্যুটার। কিন্তু, আশা ছাড়েননি। শেষমেশ ফাইনাল শেষ করেন দ্বিতীয় স্থানে। তিনি রুপো জিতে নেন। সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার জিওংডু জো। ২৩৭.৪ পয়েন্ট তোলেন তিনি। এদিকে ২১৪.৩ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন চিনের চাও ইয়াং। অন্যদিকে, প্যারা স্প্রিন্টার প্রীতি পালের ব্রোঞ্জ জয়। চিনের জিয়া ঝৌ এবং কিয়াংকিয়ান গুয়ো প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করে জিতে নেন সোনা ও রুপো।
আরও পড়ুন: 'তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি', ফাইনালেও একই সুর যুবভারতীর গ্যালারিতে