Paris Paralympics 2024: কোচের কথাই বিশ্বাস করেননি, কাটিয়েছিলেন দিব্যিও, সোনার পদক গলায় ঝুলিতে এ কী করলেন নভদীপ?
Paris Paralympics 2024 Navdeep Singh: কিন্তু নিজের প্রথম থ্রোয়ে ৪৬ মিটার দূরত্ব অতিক্রম করে কোচের কাছে ফিরে গিয়ে নাকি কোচের কথাকেই বিশ্বাস করতে পারছিলাম না নভদীপ।
নয়াদিল্লি: প্যারিস প্যারালিম্পিক্সে জ্যাভলিন থেকে সোনা জিতেছেন জ্যাভলিনে। তবে সোনা জয়ের খবরেই না শুধু। নভদীপ সিংহের থ্রোয়ের পর তাঁর আগ্রাসী মনোভাবের প্রশংসা করেছেন অনেকেই। অনেকেই আবার বিরাট কােহলির সঙ্গে তাঁর তুলনা টেনেছেন। কোহলি যেমন মাঠে বরাবরই আগ্রাসী মেজাজে ধরা দেন, ঠিক সেভাবেই নভদীপকে সেদিন পাওয়া গিয়েছিল। যেই ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়েছে। পুরুষদের এফ ৪১ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন নভদীপ। কিন্তু নিজের প্রথম থ্রোয়ে ৪৬ মিটার দূরত্ব অতিক্রম করে কোচের কাছে ফিরে গিয়ে নাকি কোচের কথাকেই বিশ্বাস করতে পারছিলাম না নভদীপ।
মেডেল গলায় ঝুলিয়েই এক সাক্ষাৎকারে নভদীপ বলেছিলেন, ''আমি যখন প্রথম থ্রো করেছিলাম, তখন তা ৪৬ মিটার দূরত্ব অতিক্রম করেছিল। আমি নিজে তা দেখিনি। কোচের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম। কোচ যখন আমাকে বলেছিলেন, তখন আমি তো বিশ্বাসই করিনি। আমি উল্টো কোচকে বলছিলাম যে মায়ের দিব্যি খেয়ে বলুন তো (মুখে হাসি তখন)। এরপরই কোচ আমাকে বলেন যে সত্যিই আমি ৪৬ মিটার দূরত্ব অতিক্রম করেছিলাম। এরপর নিজের মনকে বোঝাই ও বিশ্বাস জন্মায় যে আমি আরও বেশি দূরত্বে জ্যাভলিন ছুড়তে পারি।''
Navdeep Singh - a typical Delhi Boy.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 9, 2024
- He told 'Khao Maa Kasam' to his coach when his coach said you hit 46M. 😂👌pic.twitter.com/Wrn9ncrkAD
উল্লেখ্য, ব্যক্তিগত সেরা ৪৭.৩২ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে প্রাথমিকভাবে রুপো জেতেন নভদীপ। চীনের পেংজিয়াং সান ২০২১ সালে টোকিও প্যারালিম্পিক্সে যে রেকর্ড গড়েছিলেন, সেটি ভেঙে দিলেন ভারতের নভদীপ। সোনা আসে ইরানের বেইট সাদগে (Beit Sadgeh)। তিনি রেকর্ড ৪৭.৬৪ মিটার থ্রো করেন। কিন্তু লাগাতার নিষিদ্ধ পতাকা প্রদর্শন করায় প্রতিযোগিতা শেষে বাতিল করা হয় সাদগেকে। ফলে সোনা আসে ভারতীয়ের ঝুলিতে।
আরও পড়ুন: হাই জাম্পে পদক জেতেন, গানের ছন্দে কোমড় দোলাতেও সমানভাবে পটু নিশাদ, ভাইরাল ভিডিও
উল্লেখ্য, এর আগে ১১টি প্যারালিম্পিক্সে মোট ১২টি পদক জিতেছিল ভারত। কিন্তু নতুন দশকে পর পর দুই প্যারালিম্পিক্সে তৈরি হল ইতিহাস। টোকিওতে মোট ১৯ পদক জিতে সর্বকালীন রেকর্ড গড়েছিল ভারত। তিন বছর পর সেই পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। অর্থাৎ আগের ১১টি প্যারালিম্পিক্সে যেখানে মাত্র ১২টি পদক ছিল ভারতের ঝুলিতে। সেখানে শেষ দুই প্যারালিম্পিক্সে পদকের সংখ্যাটা দাঁড়াল তাঁর চারগুণ, অর্থাৎ ৪৮। এই সংখ্যাটাই কিন্তু প্যারালিম্পিক্সে ভারতের সাফল্যের ছবিটা তুলে ধরার জন্য যথেষ্ট। পদক সংখ্যা থেকে পদক তালিকায় স্থান, সবেতেই রেকর্ড ভারতের।