PAK vs AFG Super 4: মাঠে আসিফ-ফারিদ বিবাদ, গ্যালারিতে দর্শকদের তাণ্ডব, আইসিসিকে লিখিত অভিযোগ জানাবেন পিসিবি প্রধান
PAK vs AFG: পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচে মাঠে একদিকে যেখানে আসিফ আলি ও ফারিদ আমেদ কার্যত ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন, সেখানে গ্যালারিতে দর্শকদের মধ্যেও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়।
লাহোর: গতকাল রাতে এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে এক হাড্ডাহাড্ডি ম্যাচে আফগানিস্তানকে শেষ ওভারে এক উইকেটে মাত দেয় পাকিস্তান (PAK vs AFG)। ম্যাচে মাঠের খেলার পাশাপাশি দুই দলের খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যেকার বিবাদও শিরোনাম দখল করে। মাঠে একদিকে যেখানে আসিফ আলি ও ফারিদ আমেদ কার্যত ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন, সেখানে গ্যালারিতে দর্শকদের মধ্যেও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। এই নিয়েই এবার মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজা (Ramiz Raja)।
লিখিত অভিযোগ
সমর্থকদের মধ্যেকার বিশৃঙ্খলার বিষয়ে যে পিসিবির তরফে আইসিসিকে অভিযোগ জানানো হবে, তা কোনওরকম রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দেন রামিজ রাজা। এক সাংবাদিক সম্মেলনে রামিজ রাজা বলেন, 'ক্রিকেটের মাঠে এমন ব্যবহার একেবারেই কাম্য নয়। এমনটা হওয়া উচিত নয়। আমরা আইসিসিকে এই নিয়ে চিঠি লিখব এবং আমাদের দিকটা তুলে ধরব। এমনটা প্রথমবার হচ্ছে না। খেলায় তো হার, জিত থাকবেই। ব্যাটে বলে ভাল লড়াই হয়েছে দুই দলের মধ্যে। তবে আমার মতে আবেগটা একটু নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন। পরিস্থিতি খারাপ হলে ক্রিকেটের উন্নতি কোনওভাবেই সম্ভব নয়। মাঠে যা হয়েছে তাতে আমাদের সমর্থক এমনকী দলের খেলোয়াড়রাও আহত হতে পারতেন। তাই সব নিয়মনীতি মেনেই যতটা যা করা সম্ভব আমরা সবটা করব।'
This is what Afghan fans are doing.
— Shoaib Akhtar (@shoaib100mph) September 7, 2022
This is what they've done in the past multiple times.This is a game and its supposed to be played and taken in the right spirit.@ShafiqStanikzai your crowd & your players both need to learn a few things if you guys want to grow in the sport. pic.twitter.com/rg57D0c7t8
এই ম্যাচের পরের দিনই, আজ আইসিসির তরফে বিশ্বকাপে কোন দল কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে, সেই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সূচি অনুযায়ী ১৯ অক্টোবর গাব্বায় ফের মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। তবে এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। গতকালের ঘটনার পর পাকিস্তান যাতে আফগানিস্তানের বিরুদ্ধে না খেলে, সেই নিয়ে একটা রব উঠেছে। তবে প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ বদল আদৌ সম্ভব কি না, সেই নিয়ে সন্দিহান রামিজ। 'আমি জানি না ঠিক এই ম্যাচ বদল করা যাবে কি না। কারণ ওটা তো প্রস্তুতি ম্যাচ, কোনও টুর্নামেন্ট নয়। তবে আমরা নিশ্চয়ই কালকের ঘটনা নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাব।' বলেন পিসিবি প্রধান।
আসিফ-ফারিদের ঝামেলা
টানটান ম্যাচে একমাত্র জয়ই আফগানিস্তানকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারত। এমন পরিস্থিতিতে আফগান খেলোয়াড়রা নিজেদের সবটা উজাড় করে দেন। তাঁদের আবেগও ছিল চোখে পড়ার মতো। ১৯তম ওভারে আসিফ আলিকে আউট করেই কার্যত তাঁর মুখের সামনে গিয়ে উচ্ছ্বসিত ভঙ্গিমায় উইকেট সেলিব্রেট করেন আফগান বোলার ফারিদ। সেইসময় আসিফই ছিলেন পাকিস্তানের শেষ ভাল ব্যাটার। তাই তাঁকে আউট করা কার্যত আফগানদের এক ঐতিহাসিক জয়ের দিকে একধাপ এগিয়ে নিয়ে যায়। সেই খুশিতেই আবেগতাড়িত ফারিদ এমন উচ্ছ্বাস দেখান।
তবে আসিফ আলি কিন্তু তা খুব একটা ভালভাবে নেননি। ক্ষিপ্ত হয়ে তিনি ক্রিজের মাঝেই ফারিদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। ব্যাট তুলে কার্যত মারার ভঙ্গিমাও নেন। তবে নিজেকে সংযত করে শেষমেশ সাজঘরের দিকেই ফেরেন পাক তারকা। সেই সময়ও উত্তেজিত ফারিদ তাঁকে কাঁধ দিয়ে হালকা ধাক্কা দেন। এই ঘটনাটিই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
আরও পড়ুন: T20 World Cup 2022: শেষ লগ্নে কাদের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারত? জানাল আইসিসি