এক্সপ্লোর
Advertisement
ভারতীয় বোর্ডকে দেখে ক্রিকেটকর্তাদের বয়সসীমা বেঁধে দিতে চাইছে পিসিবি
করাচি: সুপ্রিম কোর্টের নির্দেশে লোঢা কমিটির সুপারিশ কার্যকর হওয়ায় বিসিসিআই ও রাজ্য সংস্থাগুলির কর্তাদের পদে থাকার সর্বোচ্চ বয়স এখন ৭০। প্রতিবেশী দেশকে দেখে এবার একই পথে হাঁটতে চাইছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পিসিবি কর্তারাও বয়সসীমা বেঁধে দিতে চাইছেন।
বর্তমানে পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খানের বয়স ৮২। তাঁর বদলে ৭০ বছরের কম বয়সের কোনও ব্যক্তিকে পিসিবি চেয়ারম্যান করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের জাতীয় দলের সঙ্গেও বয়স্ক ব্যক্তিদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। গত বছর ইংল্যান্ড সফরের পরেই সিনিয়র দলের ম্যানেজারের পদ থেকে ৭৬ বছর বয়সি প্রাক্তন অধিনায়ক ইন্তিখাব আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বদলে ম্যানেজার করা হয়েছে ৬৮ বছর বয়সি ওয়াসিম বারিকে। সব প্রাক্তন ক্রিকেটারদের একটি তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁদের বয়স কম, তাঁদেরই ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যাঁদের বয়স ৬০ এর বেশি, তাঁদের প্রশাসন বা দলের সঙ্গে যুক্ত করতে হলে পিসিবি চেয়ারম্যানের অনুমোদন নিতে হবে।
প্রাক্তন ক্রিকেটার ইকবাল কাসিম, হারুন রশিদ, তালাত আলি, মইন খান, জালালউদ্দিন, নাদিম খান ও ইকবাল সিকন্দরকে সম্ভাব্য ম্যানেজারের তালিকায় রেখেছে পিসিবি। পাকিস্তান এ ও জুনিয়র দলের কোচ নিয়োগের জন্যও সম্ভাব্য একটি তালিকা তৈরি করা হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
ক্রিকেট
Advertisement