এক্সপ্লোর
বিশ্বকাপের পরে গত ৩ বছরে দলের পারফরম্যান্স খতিয়ে দেখা হবে, জানাল পিসিবি
আগামী মাসে পিসিবি-র সঙ্গে পাকিস্তানের অধিনায়ক ও প্রধান কোচের চুক্তি শেষ হচ্ছে।

ছবি সৌজন্যে ট্যুইটার
করাচি: বিশ্বকাপের পরে গত তিন বছরে প্রধান কোচ মিকি আর্থার ও সাপোর্ট স্টাফ সহ জাতীয় দলের পারফরম্যান্সের পর্যালোচনা করা হবে বলে জানাল পিসিবি। আজ লাহৌরে পিসিবি বোর্ড অফ গভর্নর্সের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের পারফরম্যান্স আশানুরূপ নয় বলেই মনে করছেন পিসিবি কর্তারা। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হারের পর সরফরাজ আহমেদদের সেমিফাইনালে যাওয়ার অঙ্ক আরও কঠিন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আজ পিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০১৯ বিশ্বকাপ শেষ হওয়ার পর গত তিন বছরে জাতীয় দল ও সাপোর্ট স্টাফদের পারফরম্যান্সের পর্যালোচনা করা হবে। এরপর পিসিবি চেয়ারম্যান ও বোর্ড অফ গভর্নর্সের কাছে সুপারিশ জমা দেওয়া যাবে।’ আগামী মাসে পিসিবি-র সঙ্গে পাকিস্তানের অধিনায়ক ও প্রধান কোচের চুক্তি শেষ হচ্ছে। পাকিস্তান যদি বিশ্বকাপের শেষ চারে যেতে না পারে, তাহলে দলে একাধিক রদবদলের সম্ভাবনা রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















