PM Narendra Modi: মোদির জন্য স্পেশাল Men in Blue জার্সি! কত নম্বর জার্সি উপহার দিল BCCI?
Team India: মোদির হাতে টিম ইন্ডিয়ার বিশেষ জার্সি। উপহার তুলে দিলেন জয় শাহ এবং রজার বিনি।
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হাতে বিশেষ উপহার তুলে দিলেন বিসিসিআই (BCCI)-এর প্রেসিডেন্ট রজার বিনি এবং সেক্রেটারি জয় শাহ। বৃহস্পতিবার তাঁর বাসভবনে মোদির হাতে ভারতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দেওয়া হল- যেখানে লেখা মোদির নাম- NAMO, জার্সির নম্বর ১।
BCCI তাদের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে মোদির হাতে ওই জার্সি তুলে দিচ্ছেন রজার বিনি এবং জয় শাহ। ওই পোস্টে লেখা রয়েছে, 'জয়ী ভারতীয় ক্রিকেট দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছে।' প্রধানমন্ত্রীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং সবসময় ভারতীয় দলকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিসিসিআই।
বৃহস্পতিবারই ভোরে দেশে ফিরেছে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দিল্লিতে নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে গোটা ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট দলের সব সদস্যের সঙ্গে আড্ডায় মাতেন মোদি। কথা বলেন বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় ভারতীয় বিশ্বকাপজয়ী দলের সদস্যরা একটি বিশেষ জার্সি পরেছিলেন। সেই জার্সিতে BCCI-এর প্রতীকের উপর ২টি স্টার ছিল। এর অর্থ ২বার টি২০ বিশ্বকাপ জয়।
The triumphant Indian Cricket Team met with the Honourable Prime Minister of India, Shri Narendra Modiji, at his official residence today upon arrival.
— BCCI (@BCCI) July 4, 2024
Sir, we extend our heartfelt gratitude to you for your inspiring words and the invaluable support you have provided to… pic.twitter.com/9muKYmUVkU
২০২৪ সালের টি২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ে আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ১৩ বছর পর আইসিসির ট্রফি জয়ের (T20 World Cup 2024) স্বাদ পেয়েছে ভারত। ফাইনালে হারিয়েছে শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে। ফাইনালে ব্য়াটে রান পেয়েছেন বিরাট কোহলি, অধিনায়কত্বে চমক দেখিয়েছেন রোহিত শর্মা, ব্যাটে ব্য়র্থ হলেও সূর্যকুমারের 'ম্যাজিক' ক্যাচে মোড়ে ঘুরেছে খেলার। লড়েছেন বোলাররাও। শেষ পর্যন্ত আইসিসি টি২০ বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত।
এদিন দিল্লি ফিরে হোটেলে ওঠে ভারতীয় ক্রিকেট দল। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে। এরই মধ্যে হোটেলে কেক কেটে সেলিব্রেশনে মাতেন টিমের সকলে। অন্যদিকে রোহিত (Rohut Sharma)-বিরাটরা (Virat Kohli) মুম্বই পৌঁছনোর আগেই বিশ্বজয় উদযাপন করতে মুম্বইয়ের রাস্তায় ভেঙে পড়েছে ভিড়। রোহিত-বিরাটদের স্বাগত জানাতে মুম্বইয়ের মেরিন ড্রাইভ থেকে ওয়ারংখেড়ের রাস্তায় জনপ্লাবন। ভিড়ের মধ্য দিয়ে টিমবাসে করে বিশ্বকাপ নিয়ে শোভাযাত্রা করেছে Men in Blue.
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও