Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Air India AIC24WC carrying Indian Team: এয়ার ইন্ডিয়ার চার্টার্ড বিমানে দেশে ফিরেছে বিশ্বজয়ী ভারতীয় দল। কী রেকর্ড গড়ল সেই বিমান?
কলকাতা: টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বসিত সকলেই। আজ মুম্বইয়ে বিশ্বজয় উদযাপনের জন্য় শোভাযাত্রা হবে। ভারতীয় ক্রিকেট দল পৌঁছনোর বহু আগে থেকেই মেরিন ড্রাইভে জনস্রোত। এই উন্মাদনার আঁচে আরেকটি রেকর্ড তৈরি হয়েছে। টি২০ (T20 World Cup 2024) বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলকে (Team India) দেশে ফিরিয়েছে যে বিমান- সেটিও রেকর্ড করেছে। বিশ্বের অন্যতম ট্র্যাকড ফ্লাইট (World Most Tracked flight) হয়েছে Flight Radar-এর তথ্য অনুযায়ী। ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে অন্যতম Tracked Fligt হয়েছে সেটি।
বিশ্বজয়ী দলকে (Indian Cricket Team) দেশে ফিরিয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিশেষ চার্টার্ড বিমান।- যেটির Call Sign 'AIC24WC'. ২০২৪ সালের টি২০ বিশ্বকাপজয়ীরা আসছেন বলেই (24WC) জোড়া হয়েছে বিমানের সঙ্গে।
ওই ফ্লাইট ট্র্যাকিং পোর্টাল তাদের X হ্যান্ডেলে ৩ জুলাই সন্ধে ৬টা ৫০ মিনিটে লিখেছে, 'এখন আমাদের মোস্ট ট্র্যাকড ফ্লাইট- টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দল দেশে ফিরছে।' ফাইনাল জয়ের পরে হ্যারিকেন বেরিলের (Hurricane Beryl) বার্বাডোজে আটকে পড়েছিল ভারতীয় দল। ওই ঝড়ে ক্যারিবিয়ান এলাকায় ব্য়াপক ক্ষতি হয়েছে। বার্বাডোজ থেকে ৩ জুলাই উড়ান দেয় ওই বিমান।
Our most tracked flight right now — 🏏 T20 World Cup champions India on their way home. https://t.co/CxoSyk3jU8 pic.twitter.com/1e93hdwv4a
— Flightradar24 (@flightradar24) July 3, 2024
৪ জুলাই ভোরে X হ্যান্ডেলে আরও একটি পোস্ট করে Flight Radar. সেখানে লেখা হয়েছে, 'অন্তত ১৫ ঘণ্টা ধরে আমাদের মোস্ট ট্র্যাকড ফ্লাইট হওয়ার পরে এক ঘণ্টারও কম সময়ে দিল্লিতে নামতে চলেছে বিশ্বজয়ীদের বিমান।' ফ্লাইট ট্র্যাকিং পোর্টালটির ওই ২টি পোস্টই ভাইরাল রয়েছে।
After being our most tracked flight for much of the last 15 hours, India’s World Cup champion cricket team is less than an hour from landing in Delhi. https://t.co/kfHwPcv6yZ pic.twitter.com/STzM9B4sOT
— Flightradar24 (@flightradar24) July 3, 2024
৪ জুলাই ভোরে দিল্লি নামে ওই বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখা করেন রোহিত-বিরাটদের সঙ্গে। সেখান থেকে আরেকটি বিমানে মুম্বই আসে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে ওই বিমানকে ওয়াটার স্যালুট দেওয়া হয়। নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয়যাত্রা। হুডখোলা বাসে T-20 বিশ্বকাপ ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত রাস্তায় ঘুরবেন রোহিত, বিরাটরা। টিম-ইন্ডিয়াকে সম্বর্ধনা জানাতে মেরিন ড্রাইভে জনজোয়ার আগে থেকেই। সন্ধেয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সম্বর্ধনা অনুষ্ঠান। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ৫ দিন পর দেশে ফিরেছে রোহিত ব্রিগেড।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভাঙবে প্রেমের সম্পর্ক! ফিরবে পুরনো বন্ধু! শুক্রবার কেমন যাবে মেষ থেকে কন্যার?