এক্সপ্লোর
Advertisement
ভারতের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজের দল ঘোষণা, ফিরলেন ড্যারেন ব্র্যাভো, পোলার্ড
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে সুনীল নারাইন ও ক্রিস গেইল বাদে ফিরলেন দুই তারকা ক্রিকেটার ড্যারেন ব্র্যাভো এবং কিয়েরোন পোলার্ড।
প্রায় দু বছর বাদে ক্যারিবিয়ান দলে ফিরলেন জুনিয়র ব্র্যাভো। যদিও তাঁর বাবা ডোয়েন ব্র্যাভোকে এবারও উপেক্ষাই করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যদিও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চোখধাঁধানো পারফর্ম করেছেন ডোয়েন ব্র্যাভো।
অন্যদিকে, চলতি বছরে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন পোলার্ড। আগামী ৪ নভেম্বর কলকাতায় তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তরুণ খেলোয়াড়দের পাশাপাশি দলে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্বাগত জানাচ্ছি ডারেন ব্র্যাভো ও পোলার্ডকে।
গেইল সম্প্রতি তাঁর শেষ লিস্ট এ ম্যাচ খেলেছেন জামাইকার হয়ে। আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার জন্য তিনি নিজেই ভারত ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
বোর্ড বলেছে, গেইল নিজে থেকেই খেলতে অস্বীকার করেছেন। তবে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিশ্বকাপের দলে তিনি খেলবেন বলে বোর্ডকে জানিয়েছেন গেইল।
সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম বড় তারকা অ্যান্দ্রে রাসেলকে ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে রাখা হলেও একদিনের সিরিজের দলে রাখা হয়নি। চোটের জন্যই ৫০ ওভারের ম্যাচ খেলবেন না রাসেল।
ঝড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত ওপেনার ইভিন লিউইস দুটি দলেই জায়গা পেয়েছেন। এর আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আসতে না চাওয়ায় ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে তাঁর দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। একদিনের দলে লিউইস ছাড়া অন্য অভিজ্ঞ খেলোয়াড় হলেন মারলন স্যামুয়েলস।
ওয়েস্ট ইন্ডিজের একদিনের দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, সুনীল অ্যাম্বরিস, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমেয়ের, শাই হোপ, আলজারি জোসেফ, ইভিন লিউইস, আশলে নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, কেমার রোচ, মার্লন স্যামুয়েলস, ওশানে টমাস।
টি ২০ দল: কার্লোস ব্রেথওয়েট, ফ্যাবিয়েন অ্যালেন, ড্যারেন ব্র্যাভো, শিমরোন হেটমেয়ের, ইভিন লিউইস, ওবেদ ম্যাককয়, অ্যাশলে নার্স, কিমো পল, খারি পিয়ের, কায়রন পোলার্ড, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, অ্যান্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, ওশানে টমাস।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement