(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: কেমন হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাব্য স্কোয়াড?
T20 World Cup 2022: বিশ্বকাপের স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা। চোট সারিয়ে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন গুজরাত অলরাউন্ডার।
মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে। রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামছে ভারতীয় দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম দাবিদার মেন ইন ব্লু। চলতি বছরে পরপর সীমিত ওভারের ফর্ম্য়াটে দ্বিপাক্ষিক সিরিজ খেলছেন বিরাটরা। কেমন হতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্ভাব্য ১৫ সদস্যের ভারতীয় দল। দেখে নেওয়া যাক -
ওপেনিংয়ে রোহিত শর্মা, কে এল রাহুল
কে এল রাহুল করোনা আক্রান্ত হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলছেন না। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ওপেনিং জুটি হিসেবে ভারতীয় দলে হয়ত দেখা যাবে রোহিত শর্মা ও কে এল রাহুলকে। বিরাট কোহলিও ওপেনিংয়ে নামতে পারেন। কারণ তাঁর ওপেনিং করার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে রাহুল তিনে নেমে যাবেন। সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার নামবেন পরের চার ও পাঁচ নম্বর পজিশনে।
কিপিংয়ে পন্থ, কার্তিক
ফিনিশার হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন দীনেশ কার্তিক। কিন্তু একাদশে হয়ত এগিয়ে থাকবেন ঋষভ পন্থই। তবে পনেরো সদস্যের স্কোয়াডে কার্তিকও থাকবেন তা একপ্রকার নিশ্চিত।
অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা
বিশ্বকাপের স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা। চোট সারিয়ে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন গুজরাত অলরাউন্ডার। অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ড সিরিজে জিতেছেন। বল হাতে উইকেটও তুলেছেন। অভিজ্ঞতার জন্য জাডেজা স্কোয়াডে থাকবেনই।
চার পেসার
পেস বিভাগে নিঃসন্দেহে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি। এছাড়াও বাকি ২ পেসার হিসেবে দেখা যেতে পারে দীপক চাহার ও ভুবনেশ্বর কুমারকে।
স্পিন আক্রমণ
দীর্ঘদিন পরে ফের একবার স্পিন জুটি হিসেবে দেখা যেতে পারে যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে। সেক্ষেত্রে কুল-চা জুটি ফের একবার ফিরতে পারেন বিশ্বকাপের মঞ্চে।
আরও পড়ুন: গোড়ালির চোট, পা ফুলে ঢোল, মাঠে নেমেই বিশ্বকাপে নজির নেহরার