এক্সপ্লোর
Advertisement
প্রো কবাডি লিগ- হরিয়ানা স্টিলার্স হারাল দাবাং দিল্লিকে, গুজরাত ফরচুন জায়ান্টসের কাছে মাত পুনেরি পল্টন
নয়াদিল্লি: প্রো কবাডি লিগে অবশেষে জয়ের মুখ দেখল হরিয়ানা স্টিলার্স। দাবাং দিল্লিকে তারা হারাল ৩৪-৩১ ফলে। উল্টোদিকে গুজরাত ফরচুন জায়ান্টস হারিয়ে দিল পুনেরি পল্টনকে।
ম্যাচ হয় হরিয়ানার সোনেপতের মোতিলাল নেহরু স্কুল অফ স্পোর্টস স্টেডিয়ামে। নিজেদের মাটিতেই টানা হেরে চলা হরিয়ানা টিম অবশেষে রাজ্যের মাটিতে শেষ ম্যাচে জয়ের মুখ দেখল। প্রথমার্ধ্বে ১৪-১৬ পয়েন্টে পিছিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধ্বে দারুণভাবে ফেরে ম্যাচে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ৩৪-৩১ ফলে ম্যাচ জিতে নেয়।
হরিয়ানার সাত ম্যাচে এটি দ্বিতীয় জয়, আর দিল্লির তিন ম্যাচে প্রথম পরাজয়। হরিয়ানার হয়ে বিকাশ কন্ডোলা ৯, অদিনায়ক মোনু গোয়েল ৭, প্রবীণ ৬ ও নবীন ৪ পয়েন্ট নিয়েছেন।
Fortune did favour the giants, as they pulled off a stunning 34-28 win over Puneri Paltan to bring up their maiden win of #VivoProKabaddi Season 6. #PUNvGUJ
— ProKabaddi (@ProKabaddi) October 18, 2018
অন্য ম্যাচে গুজরাত ফরচুন জায়ান্টস ৩৪-২৮ ফলে হারাল পুনেরি পল্টনকে। পুনের ছত্রপতি শিবাজি স্পোর্টস কমপ্লেক্সে হল এই ম্যাচ। প্রথমার্ধ্বের শেষ পর্যন্ত দুই টিম ১৫-১৫-য় লড়ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধ্বে পুনের খেলোয়াড়রা গুজরাতের দলকে রুখতে পারেননি।
গুজরাতের হয়ে সব থেকে বেশি পয়েন্ট পেয়েছেন সচিন-১২। তারা রেইডে ১৮ ও ট্যাকলে ১১ পয়েন্ট পেয়েছে। এছাড়াও পেয়েছে ২টি অল আউট পয়েন্ট।
V for Vikas(h)! V for Victory!
A brilliant performance by @HaryanaSteelers' raider Vikash Khandola made sure they end their home leg on a high, winning #HARvDEL 34-31.
— ProKabaddi (@ProKabaddi) October 18, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement