এক্সপ্লোর
Advertisement
চায়না সুপার সিরিজ প্রিমিয়ার চ্যাম্পিয়ন সিন্ধু
ফুঝৌ: চিনের সান য়ু-কে হারিয়ে চায়না সুপার সিরিজ প্রিমিয়ার চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু। এই প্রথম সুপার সিরিজ জিতলেন এই হায়দরাবাদি শাটলার। তাঁর পক্ষে ফাইনাল ম্যাচের ফল ২১-১১, ১৭-২১, ২১-১১। তিন দশকে এই টুর্নামেন্টে চিনের খেলোয়াড়দের বাইরে চ্যাম্পিয়ন হলেন মাত্র দু জন। একজন সাইনা নেহওয়াল এবং অপরজন সিন্ধু।
খেলার শুরু থেকেই বিপক্ষকে চাপে ফেলে দেন সিন্ধু। তিনি সহজেই প্রথম গেম জিতে নেন। এই টুর্নামেন্টে ফাইনালের আগে পর্যন্ত একটিও গেম খোয়াননি য়ু। ফাইনালেই প্রথম গেমে হারলেন তিনি। সিন্ধুর অসাধারণ মুভমেন্টের পাশাপাশি চোটও য়ু-র বিপক্ষে যায়। তাঁর দু পায়েরই কাফ মাসলে চোট ছিল। ব্যান্ডেজ জড়িয়ে খেলতে নামলেও, কোনও সময়ই স্বাভাবিক ছন্দে খেলতে পারছিলেন না চিনের এই খেলোয়াড়।
প্রথম গেমে সিন্ধু সহজ জয়ে পেলেও, দ্বিতীয় গেমে অবশ্য ঘুরে দাঁড়ান য়ু। প্রথম থেকেই তিনি লড়াই করতে থাকেন। সিন্ধুকে চাপে ফেলার জন্য কৌশল বদলে তাঁর শরীর লক্ষ্য করে একের পর এক স্ম্যাশ করতে থাকেন য়ু। সিন্ধুও কৌশল বদল করেন। কিন্তু শেষপর্যন্ত এই গেম জিতে নেন য়ু।
তৃতীয় তথা নির্ণায়ক গেমেও শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। কিন্তু সিন্ধু এগিয়ে যাওয়ার পর তাঁকে আর ধরতে পারেননি য়ু। তিনি একাধিক ভুল করেন। সিন্ধু সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement