PV Sindhu: বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রতিক্রিয়া পিভি সিন্ধুর, আপলোড করলেন ছবি
PV Sindhu marriage: ২৪ ডিসেম্বর, অর্থাৎ আজ রিসেপশন। আর সেই অনুষ্ঠানে নিজামের শহরে বসতে পারে চাঁদের হাট। প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে ক্রিকেটার সচিন তেন্ডুলকর, আমন্ত্রিত সেই অনুষ্ঠানে।
উদয়পুর: গত রবিবার, ২২ ডিসেম্বরেই তারকা ভারতীয় শাটলার পুরসর্লা বেঙ্কট সিন্ধু (PV Sindhu) বিবাহবন্ধনে আবদ্ধ হন। আপনজনদের উপস্থিতিতে বেঙ্কট দত্ত সাঈয়ের সঙ্গে সাত পাক ঘোরেন দুইবার অলিম্পিক্স মেডালিস্ট। এবার নিজের বিয়ের মিষ্টিমধুর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তারকা ক্রীড়াবিদ।
বিয়ের দিনদু'য়েক পেরিয়ে গেলেও সিন্ধুর তরফে কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট দেওয়া হয়নি। তাই অধীর আগ্রহেই তাঁর বিয়ের ছবি প্রকাশের জন্য অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। এবার অবশেষে নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করলেন সিন্ধু। ছবিগুলির ক্যাপশনে শুধুই হৃদয় অর্থাৎ ভালবাসার ইমোজি দিয়েছেন তিনি। আর তাঁদের ছবিতেও দুইজনের বোঝাপড়া ও ভালবাসা কিন্তু ফুটে উঠেছে। নবদম্পত্তিকে হাসিমুখে বিভিন্ন আচার, অনুষ্ঠান পালন করতে দেখা যায়। দুই ভিন্ন ক্ষেত্রের দুই সফল ব্যক্তিত্বের বিয়ের মিষ্টি মধুর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই তা নেটিজেনদের মন কাড়ে।
— Pvsindhu (@Pvsindhu1) December 24, 2024
সিন্ধুর ব্যস্ত ক্রীড়াসূচির কথা মাথায় রেখেই কিন্তু এই সময়টিকে তাঁর বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন ব্যাডমিন্টন তারকার বাবা পিভি রমন। সিন্ধুর বাবা জানান, 'দুই পরিবারের তরফেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে কারণ এটা ছাড়া আর কোনও সময় ফাঁকাই পাওয়া যাচ্ছিল না। কোনও বিকল্প ছিল না। সিন্ধু এই সমস্ত আচার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেই আবার অনুশীলন শুরু করে দেবে কারণ পরের মরশুমটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।'
সেইমতোই ডিজাইনার মনীশ মালহোত্রর তৈরি পোশাক এবং গয়নায় সেজেছিলেন তারকাদম্পতি। বিয়ের জন্য হাতে বোনা গোল্ডেন রঙের একটি শাড়ি ছিল সিন্ধুর পরনে। প্রসঙ্গত, উদয়পুরে বিয়ের অনুষ্ঠান হলেও সিন্ধু ও বেঙ্কট তাঁদের রিসেপশন আয়োজন করেছেন হায়দরাবাদেই। যে শহর থেকে সিন্ধুর উত্থান। ২০ ডিসেম্বর সঙ্গীত দিয়ে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। ২৪ ডিসেম্বর, মঙ্গলবার হবে রিসেপশন। আর সেই অনুষ্ঠানে নিজামের শহরে বসতে পারে চাঁদের হাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর, সকলেই আমন্ত্রিত সেই অনুষ্ঠানে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দীর্ঘ টালবাহানার পর ঘোষিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পূর্ণ সূচি, কবে, কবে মাঠে নামবে ভারতীয় দল?