আরও পড়ুন: এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত? শ্রীলঙ্কার ঝুলিতে গেল কত অর্থ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
কলম্বো: এশিয়া কাপ (Asia Cup) চ্যাম্পিয়ন হলেও, ভারতীয় দলের স্পিন বিভাগ নিয়ে চর্চার শেষ নেই। বিশ্বকাপের দলে রাখা হয়েছে তিন বাঁহাতি স্পিনারকে। তাঁদের মধ্যে রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর পটেল (Axar Patel) অর্থোডক্স বাঁহাতি স্পিনার। কুলদীপ যাদব (Kuldeep Yadav) চায়নাম্যান স্পিনার। যাঁর বল ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে বাইরে বেরনোর পরিবর্তে ভেতরের দিকে ঢোকে।
যদিও সমালোচনা শুরু হয়েছে তিনজন বাঁহাতি স্পিনার রাখা নিয়ে। বলা হচ্ছে, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড কিংবা নিউজ়িল্যান্ডের মতো দলে যেখানে এক ঝাঁক বাঁহাতি ব্যাটার রয়েছেন, তখন কেন দলে কোনও অফস্পিনার নেই। আর অশ্বিন বা ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার দাবিও জানানো হচ্ছে কোনও কোনও মহল থেকে।
আর এই পরিস্থিতিতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ফের জানালেন, বিশ্বকাপের দরজা এখনও খোলা রয়েছে অশ্বিন বা ওয়াশিংটনের সামনে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত বলেছেন, 'স্পিনিং অলরাউন্ডারদের কথা বললে, প্রত্যেকেই চিন্তাভাবনায় রয়েছে। অশ্বিনও রয়েছে। ওর সঙ্গে ফোনে কথা হচ্ছিল। ও-ও বিশ্বকাপের নকশায় খুব ভাল মতোই রয়েছে। ওয়াশিও (ওয়াশিংটন সুন্দরের ডাকনাম) তাই। আমরা চাই এমন ক্রিকেটার যে ব্যাটে ও বলে কাজটা করতে পারবে। অক্ষরের চোটটা অনেকটা রাতে লেগেছিল। আমাদের ফোন করে দেখতে হয়েছিল কে কোথায় রয়েছে।'
A sensational bowling performance, a comprehensive win and the #AsiaCup2023 title triumph 🏆
— BCCI (@BCCI) September 17, 2023
Recap #TeamIndia's memorable Sunday in Colombo 📽️🔽#INDvSL pic.twitter.com/Eym1a66jiX
রোহিত যোগ করেছেন, 'ওয়াশিকে পাওয়া গিয়েছিল। তাই ওকেই সুযোগ দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়া হয়। সৌভাগ্যবশত ও বেঙ্গালুরুতে এশিয়ান গেমসের শিবিরে ছিল। ও ট্রেনিং করছিল। বোলিং করছিল। ম্যাচ ফিট ছিল। তাই ওকে ডেকে পাঠানো হয়।' রোহিত আরও বলেন, 'তবে হ্যাঁ, আমি খুব স্পষ্ট কয়েকজনকে নিয়ে যারা দলে এসে নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারে। আমি কোনও নাম নিতে চাই না। সকলেই জানে কী হচ্ছে। কেউই অন্ধকারে নেই। প্রত্যেকেই সব কিছু জানে।'