R Ashwin: বড় প্রাপ্তি, অ্যান্ডারসনকে সরিয়ে টেস্টে বোলারদের মধ্যে এক নম্বরে উঠে এলেন অশ্বিন
ICC Ranking: ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের (James Anderson) কাছ থেকে টেস্টে বিশ্বের সেরা বোলারের আসন ছিনিয়ে নিলেন আর অশ্বিন।
দুবাই: ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ চলাকালীনই আর অশ্বিনের (R Ashwin) মুকুটে যোগ হল নতুন পালক। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের (James Anderson) কাছ থেকে টেস্টে বিশ্বের সেরা বোলারের আসন ছিনিয়ে নিলেন আর অশ্বিন। ভারতের তারকা অফস্পিনারই এখন টেস্টে বিশ্বের সেরা স্পিনার। বুধবার আইসিসি ব়্যাঙ্কিংয়ের (ICC Ranking) শীর্ষে উঠে এসেছেন অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লির দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়েছিলেন অশ্বিন। তাঁর শীর্ষে আসার নেপথ্যে অন্যতম বড় কারণ সেই পারফরম্যান্স। সেই টেস্টে অস্ট্রেলিয়াকে একপেশেভাবে হারিয়েছিল ভারত। অন্যদিকে, ওয়েলিংটনে নিজেদের শেষ টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে মাত্র ১ রানে হেরে গিয়েছিলেন অ্যান্ডারসনরা।
তবে এর আগেও আইসিসি ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে উঠেছেন অশ্বিন। ৩৬ বছরের স্পিনারের কাছে এটাই আইসিসি-র সেরা বোলার হওয়ার স্বীকৃতি প্রাপ্তির প্রথম অভিজ্ঞতা নয়। এর আগে ২০১৫ সালে টেস্টের সেরা বোলার হয়েছিলেন অশ্বিন। তারপর থেকে আরও কয়েকবার আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন অশ্বিন।
৮৬৪ পয়েন্ট-সহ আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন অশ্বিন। ৮৫৯ পয়েন্ট-সহ দুই নম্বরে ইংরেজ পেসার অ্যান্ডারসন। তাঁর চেয়ে মাত্র ১ পয়েন্ট কম পেয়ে তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও যশপ্রীত বুমরা রয়েছেন চার নম্বরে। বোলারদের তালিকায়র প্রথম দশের মধ্যে রয়েছেন ভারতের আরও একজন। তিনি, রবীন্দ্র জাডেজা। ৭৬৩ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
চাপে ভারত
শুরুতেই ধাক্কা দিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। তাঁর স্পিনের ফাঁদে এলবিডব্লিউ হয়ে যান ট্রাভিস হেড। ভারতের প্রথম ইনিংসের ১০৯ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর তখন মাত্র ১২। ভারতীয় ক্রিকেট সমর্থকেরা ভেবেছিলেন, অজি ব্যাটিংকে এবার পাল্টা চাপে ফেলে দেবেন জাডেজা-আর অশ্বিনরা।
কিন্তু সেখান থেকে পাল্টা লড়াই শুরু করেছেন মার্নাশ লাবুশান ও উসমান খাওয়াজা। চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৭১/১। ভারতের চেয়ে আর মাত্র ৩৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস স্থায়ী হল মাত্র ৩৩.২ ওভার। অস্ট্রেলীয় স্পিনারদের সামনে রীতিমতো কেঁপে গেল ভারত। ১০৯ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৫ উইকেট নিলেন ম্যাথু কুনেমান। তিন উইকেট নাথান লায়নের। একটি উইকেট পেয়েছেন টড মার্ফি। শেষে মহম্মদ সিরাজ রান আউট হয়ে যান। সব মিলিয়ে ৯ উইকেট অস্ট্রেলিয়ার স্পিনারদের।
আরও পড়ুন: কবে ফিরছেন মাঠে? কীভাবে চলছে ফেরার প্রস্তুতি? নিজমুখেই জানালেন ঋষভ পন্থ