R Praggnanandhaa Beats Magnus Carlsen : চলতি বছরে দ্বিতীয় বার, ফের বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে হারালেন ১৬-র প্রজ্ঞানানন্দ
R Praggnanandhaa Beats World Champion : এর আগে গত ফেব্রুয়ারি মাসেই চৌষট্টির খোপের লড়াইয়ে বাজিমাত করে দিয়েছিল সে
নয়া দিল্লি : চলতি বছরে এনিয়ে দ্বিতীয় বার। মাত্র তিন মাসের ব্যবধানে ফের ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারাল ১৬-র আর প্রজ্ঞানানন্দ। Chessable Masters-এর পঞ্চম রাউন্ডে বিশ্ব চ্যাম্পয়িনকে মাত দেয় প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)।
এর আগে গত ফেব্রুয়ারি মাসেই চৌষট্টির খোপের লড়াইয়ে বাজিমাত করে দিয়েছিল সে। বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল তামিলনাড়ুর আর প্রজ্ঞানানন্দ। গোটা বিশ্বকে চমকে দিয়েছিল সে।
এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছিলেন এই কিশোর দাবাড়ুকে। তিনি নিজের ট্যুইটারে প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ''আমরা সবাই আর প্রজ্ঞানানন্দের সাফল্য উদযাপিত করছি। বিশ্বের ১ নম্বর নামকড়া দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ও হারিয়ে দিয়েছে। ভবিষ্যতের জন্য প্রজ্ঞানানন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।''
কীভাবে কার্লসেনকে টেক্কা ? এই প্রশ্নের উত্তরে আগেরবার প্রজ্ঞানানন্দের জবাব ছিল, 'আগের দিনটা খারাপ গিয়েছিল। তাই খোলামনে খেলতে নেমেছিলাম। আক্রমণাত্মক খেলব শুধু এটুকুই ভাবনা ছিল। চেষ্টা করে যাচ্ছিলাম নিজের সেরা মুভগুলো খেলতে। বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারানো সত্যিই দারুণ অনুভূতি। এই জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে একটা ম্যাচেই সব নির্ভর করে না। এই খেলার থেকে শিক্ষা চলতি টুর্নামেন্টে ও পরে কাজে লাগাতে চাইব।' অনলাইন র্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে কার্লসেনকে হারান তিনি। প্রসঙ্গত, ভারতের প্রথম দাবা বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমির ছাত্র প্রজ্ঞানানন্দ। সামনাসামনি ভিশি থেকে পাওয়া অনেক টিপস তাঁকে সাহায্য করেছে বলেও জোড়েন ভারতীয় দাবাড়ু।
কার্লসেনকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসেন প্রজ্ঞানানন্দ। ভারতীয় ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব ভারতীয় দাবার প্রতিভাবান ভবিষ্যৎ কাণ্ডারিকে শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, ১৬ বছরের প্রজ্ঞানানন্দ এর আগে ২০১৮ সাল ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার চেন্নাইয়ের দাবাড়ু ।