Rafael Nadal: মন চাইলেও শরীর জবাব দিল, টেনিস কোর্ট থেকে কিংবদন্তির প্রস্থান, চোখের জলে বিদায়ী ভাষণ
Nadal Retirement: অবসর নিলেন নাদাল। শেষ ম্যাচের পর বলছেন, 'আমি চাই সকলে আমাকে মনে রাখুক মায়োরকার এক ছোট্ট গ্রামের ভাল মানুষ হিসাবে।'
মালাগা: যেন এক গ্ল্যাডিয়েটর বিদায় জানাচ্ছেন রণক্ষেত্রকে।
টেনিসকে চিরতরে বিদায় জানালেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। সেই সঙ্গে শেষ হয়ে গেল টেনিস কোর্টের এক সোনালি অধ্যায়। বিদায়বেলায় আবেগে ভাসলেন সুড়কির কোর্টের অবিসংবদিত শ্রেষ্ঠ তারকা।
মঙ্গলবার পেশাদার টেনিসের শেষ ম্যাচ খেললেন রাফা। তাঁর নিজের শহর মালাগাতে বিদায়ী ভাষণে জানালেন, আরও খেলতে চেয়েছিলেন। কিন্তু তাঁর শরীর আর সঙ্গ দিল না।
মঙ্গলবার রাতে ডেভিস কাপে স্পেনের হয়ে কোর্টে নেমেছিলেন রাফা। প্রতিপক্ষ, নেদারল্যান্ডসের বোতিক ফান দে জ়ান্দশাপ (Botic van de Zandschulp)। পেশাদার কেরিয়ারের শেষ ম্যাচে স্ট্রেট সেটে হেরে যান নাদাল। ৪-৬, ৪-৬ সেটে। ম্যাচের পর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাফা। বলেন, টেনিস চালিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা থাকলেও শরীর আর সঙ্গ দিচ্ছে না বলেই বাধ্য হয়ে সরে যাচ্ছেন।
View this post on Instagram
নাদালের পরাজয় কিংবা ডেভিস কাপ টাইয়ে স্পেনের হারও মঙ্গলবার চলে গেল পিছনের সারিতে। মালাগার পালাসিয়ো দে দেপোর্তেস এরিনায় হাজির প্রায় ২০ হাজার সমর্থকের 'ভামোস রাফা' স্লোগানে মুখরিত হল স্টেডিয়াম। ভক্ত, অনুরাগীদের চিৎকারে নাদাল কথাই বলতে পারছিলেন না। সতীর্থেরাও আবেগপ্রবণ হয়ে পড়েন। সকলের চোখে জল।
আরও পড়ুন: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ
আরও পড়ুন: ৪ বলের ওভার! পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত, আম্পায়ারিং নিয়ে গুরুতর অভিযোগ ময়দানে, কমিটি নিয়েও প্রশ্ন