Rahul Dravid: দ্বিতীয় টি-টোয়েন্টির আগে উঠতি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন দ্রাবিড়
IND vs SA 2nd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে অনুশীলন সারল ভারতীয় দল। সেই অনুশীলন শেষেই উঠতি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন দ্রাবিড়।
গুয়াহাটি: রবিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs SA 2nd T20) খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তার আগে শুক্রবারই গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। শনিবার দিন কড়া অনুশীলনও সারলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। পাশাপাশি অনুশীলনে এক অভিনব দৃশ্য দেখা গেল। উঠতি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
উঠতি ক্রিকেটারদের পরামর্শ দিলেন দ্রাবিড়
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সময় কাটালে, তাঁর পরামর্শ পেলে যে কোনও তরুণই যে উপকৃত হবে, তা বলাই বাহুল্য। সেইমতোই এদিন তরুণ ক্রিকেটাররা ভারতীয় অনুশীলনের পর দ্রাবিড়ের সঙ্গে খানিকটা সময় কাটালেন। ভারতীয় দলের সোশ্যাল মিডিয়ায় উঠতি ক্রিকেটারদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের সময় কাটানোর ছবিও পোস্ট করা হয়। তরুণ ক্রিকেটারদের মন দিয়ে দ্রাবিড়ের পরামর্শ শুনতেও দেখা যায়।
#TeamIndia Head Coach Rahul Dravid chats up with the budding cricketers at the ACA Stadium, Guwahati after the training session. pic.twitter.com/ogvGCIuDQS
— BCCI (@BCCI) October 1, 2022
বুমরার আপডেট
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় গতকালই সাফ জানিয়ে দিয়েছিলেন দুই-তিন পরেই বুমরার চোটের গভীরতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। আজ অনেকটা সৌরভের সুরেই একই কথা বললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'এখনও যা খবর রয়েছে, সেই অনুযায়ী সরকারিভাবে ও (বুমরা) দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছে। ও বর্তমানে এনসিএতে গিয়েছে এবং আমরা ওর চোটের বিষয়ে সরকারিভাবে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছি। পরবর্তী দুই-তিন দিনেই এই বিষয়ে আমি সরকারিভাবে কিছু জানতে পারব এবং তারপরেই সকলকে এই নিয়ে আপডেট দিতে পারব।'
বুমরার চোট নিয়ে এর থেকে বেশি গভীরে আর যেতে চাননি দ্রাবিড়। 'আমি মেডিক্যাল রিপোর্টের বেশি গভীরে যেতে চাই না। বিশেষজ্ঞরা আমায় যা বলে আমি তাই বিশ্বাস করি। ওঁরাই আমায় বলেছে যে আপাতত এই সিরিজে বুমরা খেলতে পারবে না। ওর চোটের পর্যবেক্ষন করা হচ্ছে এবং ঠিক সময়ে সবটা জানা যাবে। তাই সরকারিভাবে কোনও বিবৃতি না আশা পর্যন্ত আমরা আশাবাদী।' বলেন ভারতীয় কোচ।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ৬ তারিখ অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছে রোহিত বাহিনী