এক্সপ্লোর
ভারতীয় দলের জন্যে দ্রাবিড় হতে পারেন অন্যতম যোগ্য কোচ:পন্টিং
![ভারতীয় দলের জন্যে দ্রাবিড় হতে পারেন অন্যতম যোগ্য কোচ:পন্টিং Rahul Dravid Would Make A Very Good Coach Of India Ponting ভারতীয় দলের জন্যে দ্রাবিড় হতে পারেন অন্যতম যোগ্য কোচ:পন্টিং](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/05/17120828/ricky-rahul-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্যে রাহুল দ্রাবিড় হলেন অন্যতম যোগ্য প্রার্থী, দাবি প্রাক্তন অজি স্কিপার রিকি পন্টিংয়ের। তবে তিনি এরসঙ্গে যোগ করতে ভোলেননি, এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকেই। বিসিসিআইকেই সবচেয়ে আগে সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় দলের জন্যে তাঁরা কেমন কোচ চান, ভারতীয় না বিদেশি, এক সাক্ষাত্কারে বলেছেন পন্টিং।
রিকি পন্টিং মনে করেন, বিসিসিআই-এর কাছে এইমুহূর্তে দ্রাবিড়ের চেয়ে ভাল আর কোনও বিকল্প নেই। তিনি মনে করেন দ্রাবিড়কে যদি এই দায়িত্ব দেওয়া হয়, তাহলে তিনি নিঃসন্দেহে নিজের সেরাটাই দেবেন।
এইমুহূর্তে পন্টিং ভারতে রয়েছেন আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এও জানান দিনে-রাতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ সিরিজ হওয়া কখনওই উচিত্ নয়। কারণ, ঐতিহ্যবাহী এই টেস্ট সিরিজের সঙ্গেএকধরনের মানসিক যোগ তৈরি হয়ে গেছে মানুষের।
তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে দিন-রাতে টেস্ট ম্যাচ করানোর পরিকল্পনা রয়েছে, সেপ্রসঙ্গে তাঁর বক্তব্য, দর্শক কীভাবে বিষয়টাকে নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)