এক্সপ্লোর
Advertisement
সম্পত্তি বিক্রি করে, ঋণ নিয়ে ক্রিকেট মাঠ তৈরি করেছিলেন বাবা, প্রথমবার জাতীয় দলে প্রিয়া পুনিয়া
নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী ফেব্রুয়ারিতে টি-২০ সিরিজের দলে সুযোগ পেলেন প্রিয়া পুনিয়া। দিল্লির ওপেনার ২২ বছরের প্রিয়া এই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদেই জাতীয় দলের দরজা খুলেছে এই তরুণীর সামনে। তবে এই জায়গায় পৌঁছনোর জন্য তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে। তাঁর বাবা সুরেন্দ্রর অবদান সবচেয়ে বেশি। ২০১০ সালে জয়পুরের শহরতলি হর্মদা অঞ্চলে ২২ লক্ষ টাকা দিয়ে দেড় বিঘা জমি কেনেন সুরেন্দ্র। এর জন্য তাঁকে সম্পত্তি বিক্রি করা ছাড়াও ঋণ নিতে হয়। তাঁর প্রথমে স্পোর্টস কমপ্লেক্স গড়ার ইচ্ছা ছিল। কিন্তু ক্রিকেটের প্রতি মেয়ের ভালবাসা দেখে ক্রিকেট মাঠ তৈরি করার সিদ্ধান্ত নেন। এক মাঠকর্মী এক লক্ষ টাকা চাওয়ায় নিজেই পিচ তৈরি করেন সুরেন্দ্র। তিনিই মেয়েকে খেলা শেখান।
বাবার এই পরিশ্রম সার্থক করেছেন প্রিয়া। গত দুই মরসুম ধরে তিনি দিল্লির সর্বোচ্চ রান সংগ্রহকারীদের অন্যতম। ভারতীয় এ দলের হয়েও ভাল পারফরম্যান্স দেখান এই তরুণী। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই তিনি জাতীয় দলে ডাক পেলেন।
প্রিয়া ও তাঁর বাবার কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের তারিফ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement