Rahul Tripathi: ''এবার তোমার জ্বলে ওঠার সময়'', জাতীয় দলের দরজা খুলতেই রাহুলকে শুভেচ্ছাবার্তা ট্যুইটারে
IND vs IRE: সানরাইজার্সের হয়ে চারশোর বেশি রান করেছিলেন ত্রিপাঠী। আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনও।
মুম্বই: আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের পরও জাতীয় দলে সুযোগ পাননি। তিনি নিজে হতাশ হয়েছিলেন, ট্যুইটারেও সোচ্চার হয়েছিলেন সবাই। অবশেষে আয়ারল্যান্ড (IND vs IRE) সফরে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) নেতৃত্বে সেখানে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রাহুল ত্রিপাঠীকে দেখতে চেয়েছিলেন সবাই। কিন্তু নির্বাচকরা উমরান মালিক, অর্শদীপ সিংহকে স্কোয়াডে রাখলেও রাহুলকে স্কোয়াডে রাখেননি। অবশেষে জাতীয় দলের দরজা খুলেছে। এরপরই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল কাঁপানো রাহুলকে শুভেচ্ছা বন্যা দেখা গেল সোশ্য়াল মিডিয়ায়। সেখানেই অনেকেই বলেছেন, ''একদম যোগ্য হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠী।'' আবার অনেকে লিখেছেন, ''তোমার জন্য খুব খুশি আমরা। এগিয়ে চলো রাহুল।''
So good to see Rahul Tripathi’s name in the Indian squad…well deserved👏👏👏… #CricketTwitter
— parthiv patel (@parthiv9) June 15, 2022
So happy to see Rahul Tripathi’s name in the Indian team. Congratulations buddy.
— Irfan Pathan (@IrfanPathan) June 15, 2022
It's your time for shine
— RUTU ERA (@KrishKu01248755) June 15, 2022
Happy for Rahul Tripathi pic.twitter.com/dyC6PitaGy
উল্লেখ্য, গত আইপিএলে সানরাইজার্সের হয়ে চারশোর বেশি রান করেছিলেন ত্রিপাঠী। আসন্ন আয়ারল্যান্ড সফরের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনও। ২০১৫ সালে জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে অভিষেক হওয়ার পর থেক এখনও পর্যন্ত জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি কেরলের এই তরুণ। তাই তাঁর কাছেও সুযোগ থাকছে নিজেকে প্রমাণ করার।