এক্সপ্লোর
Advertisement
ইয়ো ইয়ো টেস্টে ব্যর্থ রায়ডু, তিন বছর পর ভারতের একদিনের দলে প্রত্যাবর্তন রায়নার
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন সুরেশ রায়না। প্রায় তিন বছর পর ভারতের একদিনের দলে প্রত্যাবর্তন ঘটল এই তারকা ক্রিকেটারের। আইপিএলে দুরন্ত ব্যাটিংয়ে নজর কেড়েছিলেন অম্বাতি রায়ডু। তাঁকে একদিনের দলে নেওয়া হয়েছিল। কিন্তু ইয়ো ইয়ো টেস্টে উতরোতে পারেননি তিনি। এরপর রায়ডুর পরিবর্ত দলে নেওয়া হয় বাঁহাতি রায়নাকে।
রায়ডুর জায়গায় কেদার যাদবকে নেওয়ার ব্যাপারেও চিন্তাভাবনা করা হয়। কিন্তু কেদার এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তাঁকে নেওয়া হয়নি। মণীষ পান্ডে ও ক্রুণাল পান্ড্যর মতো খেলোয়াড়দের তুলনায় এক্ষেত্রে রায়নাকে অগ্রাধিকার দেওয়া হয়।
রায়না ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী টি ২০ সিরিজে ভারতীয় দলে রয়েছেন। এছাড়াও আয়ারল্যান্ড সফরেও টি ২০ দলে রয়েছেন তিনি। ২৭ ও ২৯ জুন আয়ারল্যান্ডে দুটি টি ২০ ম্যাচ খেলবে ভারত। এরপর ভারতের ইংল্যান্ড সফর শুরু হবে। প্রথমে তিনটি টি ২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ওয়ানডে সিরিজের খেলা হবে।
রায়না ভারতের হয়ে ২২৩ একদিনের ম্যাচে ৩৫.৪৬ গড়ে ৫,৫৬৮ রান করেছেন। ৩৬ টি হাফসেঞ্চুরি ও পাঁচটি সেঞ্চুরি রয়েছে তাঁর। ওয়ানডে ম্যাচে ৩৬ টি উইকেটও তাঁর দখলে রয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement