এক্সপ্লোর
Advertisement
আনুষ্ঠানিক আবেদন বোর্ডের কাছে, কোচ পদের দৌড়ে এগিয়ে শাস্ত্রীই
নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার হেড কোচ পদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করলেন রবি শাস্ত্রী। কোচ পদে আবেদন জানানোর সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই নিজের আবেদন জমা দিলেন কোহলিদের প্রাক্তন টিম ডিরেক্টর। তাঁর সঙ্গে প্রাক্তন ক্যারিবিয়ান ওপেনার ফিল সিমেন্সও আবেদন করেছেন। আগামী ১০ জুলাই কোচ পদে ইন্টারভিউ নেবে বিসিসিআই-এর তিন সদস্যদের উপদেষ্টা কমিটি। কমিটিতে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণ।
গতবার কোচ বাছাইয়ের সময় অনিল কুম্বলের পক্ষেই ছিলেন সৌরভ। সেবার শাস্ত্রীর আবেদন খারিজ হয়ে যায়। এবার কোচ হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মতান্তরের কারণে ইস্তফা দিয়েছেন কুম্বলে। কোচ পদের জন্য আবেদনকারীদের মধ্যে রয়েছে বীরেন্দ্র সহবাগ, টম মুডি, ভেঙ্কটেশ প্রসাদ, রিচার্স পাইবস ও ডোড্ডা গণেশের প্রাক্তন ক্রিকেটারদের নাম। কিন্তু শাস্ত্রীরই কোহলিদের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে জোরাল। সূত্রের খবর, এ বার সচিনের অনুরোধে কোচ পদে আবেদন জানিয়েছেন শাস্ত্রী।
এছাড়াও, দলের খেলোয়াড়েরাই কোচ হিসেবে শাস্ত্রীকেই চাইছেন বলে খবর।
২০১৪-র আগস্ট থেকে ২০১৬-র জুন পর্যন্ত টিম ইন্ডিয়ার টিম ডিরেক্টর ছিলেন শাস্ত্রী। তাঁর আমলে ২০১৪-তে ইংল্যান্ডে সীমিত ওভারের ম্যাচের সিরিজ জিতেছে ভারত। একদিনের ক্রিকেটের বিশ্বকাপ ও টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় দল। এছাড়াও শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে জয়, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে তাদের মাঠে টি ২০ সিরিজে হারায় ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement