এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
বল বিকৃতি নিয়ে স্তম্ভিত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও হতাশা উগরে দিলেন তারকারা
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084746/tamper-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/9
![ঘটনায় হতাশ প্রাক্তন অসি ক্রিকেটার ব্র্যাড হজও। বেনক্রফ্টের সাফাইয়ে যে তিনি সন্তুষ্ট নন, তাও গোপন করেননি তিনি।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084813/tamper-9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঘটনায় হতাশ প্রাক্তন অসি ক্রিকেটার ব্র্যাড হজও। বেনক্রফ্টের সাফাইয়ে যে তিনি সন্তুষ্ট নন, তাও গোপন করেননি তিনি।
2/9
![পুরো ঘটনায় স্তম্ভিত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি লিখেছেন, এটা তাঁর কাছে একটা দুঃস্বপ্নের মতো।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084807/tamper-8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পুরো ঘটনায় স্তম্ভিত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি লিখেছেন, এটা তাঁর কাছে একটা দুঃস্বপ্নের মতো।
3/9
![কেভিন পিটারসেনও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অজি কোচ ডারেন লেহম্যানকেও বিতর্কে টেনে এনেছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084801/tamper-7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেভিন পিটারসেনও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অজি কোচ ডারেন লেহম্যানকেও বিতর্কে টেনে এনেছেন।
4/9
![ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন অস্ট্রেলিয়ার টিম লিডারশিপকে তীব্র তিরস্কার করেছেন। তাঁর ট্যুইট, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যে, এই বল বিকৃতির ভারটা দেওয়া হয়েছে এক তরুণ ক্রিকেটারকে। সিনিয়রদের এই আচরণ খুবই পরিতাপের। তিনি অজি টিম ম্যানেজমেন্টকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084756/tamper-6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন অস্ট্রেলিয়ার টিম লিডারশিপকে তীব্র তিরস্কার করেছেন। তাঁর ট্যুইট, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যে, এই বল বিকৃতির ভারটা দেওয়া হয়েছে এক তরুণ ক্রিকেটারকে। সিনিয়রদের এই আচরণ খুবই পরিতাপের। তিনি অজি টিম ম্যানেজমেন্টকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
5/9
![পুরো ঘটনায় হতাশ প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন। তিনি লিখেছেন, কভারেজে যে ছবি দেখলাম, তাতে খুবই হতাশ। বল বিকৃতি প্রমাণনিত হলে আমাদের ভাবনাচিন্তা করা উচিত। আশা করছি, অধিনায়ক স্মিথ ও কোচ ডারেন লেহম্যান সাংবাদিক বৈঠকে বিষয়টি স্পষ্ট করবেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084751/tamper-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পুরো ঘটনায় হতাশ প্রাক্তন অজি স্পিনার শেন ওয়ার্ন। তিনি লিখেছেন, কভারেজে যে ছবি দেখলাম, তাতে খুবই হতাশ। বল বিকৃতি প্রমাণনিত হলে আমাদের ভাবনাচিন্তা করা উচিত। আশা করছি, অধিনায়ক স্মিথ ও কোচ ডারেন লেহম্যান সাংবাদিক বৈঠকে বিষয়টি স্পষ্ট করবেন।
6/9
![চোটের জন্য দলের বাইরে থাকা প্রোটিয়া পেসার ডেল স্টেইন সোশ্যাল মিডিয়ায় বেনক্রফ্টের একটি বিতর্কিত মুহূর্তের ছবি পোস্ট করে বলেছেন, এ ব্যাপারে কি কিছু বলা যেতে পারে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084746/tamper-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চোটের জন্য দলের বাইরে থাকা প্রোটিয়া পেসার ডেল স্টেইন সোশ্যাল মিডিয়ায় বেনক্রফ্টের একটি বিতর্কিত মুহূর্তের ছবি পোস্ট করে বলেছেন, এ ব্যাপারে কি কিছু বলা যেতে পারে।
7/9
![এই তালিকায় সামিল বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084742/tamper-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই তালিকায় সামিল বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা।
8/9
![দিনের শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ব্যানক্রফ্ট অভিযোগ স্বীকারের পর উত্তাল সমগ্র ক্রিকেট বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও হতাশা উগরে দিলেন ক্রিকেট জগতের তারকারা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084738/tamper-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিনের শেষে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ব্যানক্রফ্ট অভিযোগ স্বীকারের পর উত্তাল সমগ্র ক্রিকেট বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও হতাশা উগরে দিলেন ক্রিকেট জগতের তারকারা।
9/9
![দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার চলতি সিরিজের কেপটাউন টেস্টের তৃতীয় দিনে আরও একটি বিতর্কিত ঘটনা ঘটল। বল বিকৃতির অভিযোগ উঠল অজি ওপেনার ক্যামরন বেনক্রফ্টের বিরুদ্ধে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/25084734/tamper-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার চলতি সিরিজের কেপটাউন টেস্টের তৃতীয় দিনে আরও একটি বিতর্কিত ঘটনা ঘটল। বল বিকৃতির অভিযোগ উঠল অজি ওপেনার ক্যামরন বেনক্রফ্টের বিরুদ্ধে।
Published at : 25 Mar 2018 08:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)