এক্সপ্লোর
Advertisement

ধোনিকে পিছনে ফেললেন ঋদ্ধি

1/7

ভারতে এই তালিকায় শীর্ষস্থানে সৈয়দ কিরমানি। ১৯৭৯-৮০ মরশুমে ৩৫ ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে অবদান রেখেছিলেন কিরি।
2/7

ধোনি ২০১২-১৩ মরশুমে ধোনির ২৪ টি আউটে অবদান ছিল।
3/7

ব্যাটিং ও বোলিংয়ের এই পারফরম্যান্সের মধ্যেও এদিন চা-পানের বিরতির আগে ভারতীয় উইকেটরক্ষক হিসেবে এক অসাধারণ কীর্তির মালিক হলেন ঋদ্ধি। এ ব্যাপারে তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেললেন তিনি। টেস্ট ক্রিকেটে একটি মরশুমে (২০১৬-১৭) ২৬ টি আউটে নিজের অবদান রাখলেন বাংলার এই উইকেটরক্ষক।
4/7

এরপর পর পর দুটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে খাদের কিণারায় ঠেলে দেন অশ্বিন। বাকি কাজটা শেষ করেন উমেশ ও অশ্বিন।
5/7

পিটার হ্যান্ডসকোম্ব ও ম্যাক্সওয়েলের চতুর্থ উইকেটে ৫৬ রানের পার্টনারশিপ ভাঙেন অশ্বিন। তাঁর বলে আউট হন হ্যান্ডসকোম্ব। এরপর রবীন্দ্র জাদেজা শন মার্শকে ফিরিয়ে দেন। ম্যাক্সওয়েলকে ফিরিয়ে অসি শিবিরের প্রতিরোধ গুঁড়িয়ে দেন অশ্বিন।
6/7

ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস ১৩৭ রানে গুটিয়ে দিয়ে জয়ের দোরগোড়ায় ভারত। ভারতের পেস-স্পিন আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অসি ব্যাটিং অর্ডার। তাদের পক্ষে সবচেয়ে বেশি রান গ্লেন ম্যাক্সওয়েলের (৪৫)। জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৯ রান তুলেছে।
7/7

এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে ভারতের প্রথম ইনিংস ৩৩২ রানে শেষ হয়। এরপর দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে শুরুতেই দলের ১০ রানে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ৬ রান করে উমেশ যাদবের বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়ার্নার।এরপরই স্টিভ স্মিথকে আউট করেন ভূবনেশ্বর কুমার। দলের রান তখন ৩১। অস্ট্রেলিয়ার ওই রানেই তৃতীয় উইকেটেরও পতন হয়।উমেশ ও ঋদ্ধির যুগলবন্দীতে প্যাভিলিয়নের পথ ধরেন রেনশ।
Published at : 27 Mar 2017 05:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement
