David Warner: টেস্ট থেকে অবসর নেওয়া উচিত ছিল ওয়ার্নারের? পন্টিংয়ের কথায় শোরগোল
Australia Cricket Team: নিজের একশোতম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। পন্টিংয়ের মতে, তার পরের সিডনি টেস্ট খেলেই অবসর নেওয়া উচিত ছিল ওয়ার্নারের।
ইনদওর: ভারত সফরের শুরুতেই ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। হাতে চোট পেয়ে গোটা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) যেন ওয়ার্নারকে নিয়ে কিছুটা হতাশ। জানিয়েছেন, অবসর নেওয়ার সেরা সময় পেরিয়ে এসেছেন ওয়ার্নার।
নয়াদিল্লিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরই দেশে ফিরে যান ওয়ার্নার। তাঁর মাথায় চোট লেগেছিল। অস্ট্রেলিয়াকে কনকাশন পরিবর্ত নিতে হয়েছিল। পাশাপাশি তাঁর কনুইয়ে চিড়ও ধরে বলের আঘাতে। পন্টিং মনে করেন, মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করার পরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত ছিল ওয়ার্নারের। পন্টিং এ-ও জানিয়েছেন যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে পারফর্ম করে ওয়ার্নারের প্রমাণ করা উচিত যে, তিনি অ্য়াশেজে খেলতে পারবেন।
তবে পন্টিং বলেছেন, 'আমার ধারণা অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে ওয়ার্নারকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাতে। অ্যাশেজের আগে বড় কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়াকে।'
আরও পড়ুন: ব্যাট হাতে যশস্বীর রেকর্ড, মধ্য়প্রদেশকে ২৩৮ রানে হারাল অবশিষ্ট ভারত