Rinku Singh: বাজেটের ঘাটতি, ১৩ মাস কেটে গেলেও আজও মেরামত হয়নি রিঙ্কুর ছক্কায় ভেঙে যাওয়া প্রেসবক্সের কাঁচ
Rinku Singh Update: এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় চলছে SA 20 লিগ। সেই মাঠে এমআই কেপটাউনের ডিওয়াল্ড ব্রেভিসের একটি ছক্কাও বৃহস্পতিবার রিঙ্কু আঘাত করা কাঁচে গিয়েই লাগে।

গকেবেরহা: দক্ষিণ আফ্রিকার মাটিতে জাতীয় দলের জার্সিতে প্রথমবার টি-টােয়েন্টি সিরিজে খেলতে গিয়েছিলেন। গকেবেরহায় সেন্ট জর্জ পার্কে হওয়া টি-টোয়েন্টি ম্য়াচে পেল্লাই একটা ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিংহ। যেই বল লেগে ফেটে গিয়েছিল প্রেস বক্সের কাঁচও। আজ পর্যন্ত সেই কাঁচ মেরামত করা হয়নি। রিঙ্কু ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু তবুও এক বছরের বেশি সময় কেটে গেলেও এখনও পর্যন্ত সেই কাঁচ মেরামত করা হয়নি।
গকেবেরহা। এই জায়গাটি আগে পোর্ট এলিজাবেথ নামে পরিচিতি ছিল। দক্ষিণ আফ্রিকার এই শহরেই সেন্ট জর্জ একটি ছোট্ট মাঠ। ম্য়ান্ডেলার দেশের যতগুলো ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট এটিই। জানা যাচ্ছে, স্টেডিয়ামের জন্য আর্থিক খবর বরাদ্দ যা করা হয়েছে, তা অত্যন্ত কম। তার জন্যই সেই প্রেস বক্সের ভাঙা কাঁচ এখনও মেরামত করা সম্ভব হয়নি।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় চলছে SA 20 লিগ। সেই মাঠে এমআই কেপটাউনের ডিওয়াল্ড ব্রেভিসের একটি ছক্কাও বৃহস্পতিবার রিঙ্কু আঘাত করা কাঁচে গিয়েই লাগে। আরও কিছুটা অংশ ভেঙে যায় এরপর। যে কোনও মুহূর্তেই কাঁচটি ভেঙে যাবে পুরোপুরি। এই বিষয়ে স্টেডিয়ামের তরফে জানানো হয়েছে, এত উঁচুতে মিডিয়া বক্স। ওখানে কাঁচ মেরামত করার কাজ অত সহজ হবে না। ক্রেন সহ ভারী যন্ত্রপাতির প্রয়োজন হবে। যা ম্য়াচের সময় ব্য়বহার করা যাবে না। এছাড়া বাজেটের ঘাটতি। তাই নীচের দিকে কোনও কিছু ভেঙে গেলে তড়িঘড়ি তা ঠিক করা হয়। কিন্তু এই কাজে হাত লাগানো যাচ্ছে না। তবে দ্রুত চেষ্টা করা হবে ওই কাঁচ মেরামত করে ফেলার।''
সেই ব্যক্তি আরো জানিয়েছেন, ''কিছুদিন আগে ঝড়ের কবলে পড়েছিলাম আমরা। স্টেজিয়ামের ছাউনি উড়ে গিয়েছিল। যা খরচ করতে লেগেছে ভারতীয় অঙ্কে প্রায় ১৮ লক্ষ টাকা।''
এবারের আইপিএলেও কেকেআরের জার্সিতেই খেলতে দেখা যাবে রিঙ্কুকে। বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের অধিনায়কত্বও করেছেন এই বাঁহাতি তরুণ ব্যাটার। এর আগে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে উত্তরপ্রদেশের হয়ে খেলছিলেন রিঙ্কু। খেলার মাঝেই নিজের বন্ধুদের সঙ্গে একটি রিল বানিয়েছেন তরুণ বাঁহাতি ব্যাটার। সেই ভিডিও নিজের সোশ্য়াল মিডিয়াতেও পোস্ট করেছেন নাইট তারকা। সেই ক্লিপে দেখা যাচ্ছে যে পুষ্পার আইকনিক পোজে দেখা যাচ্ছে রিঙ্কু ও তাঁর বন্ধুদের। উত্তরপ্রদেশ মুস্তাক আলিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি। যার দরুণ এই মুহূর্তে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রিঙ্কু।






















