এক্সপ্লোর
Advertisement
ভারতের কেউ নেই, জল ছাড়াই ম্যারাথনে ছুটে অসুস্থ জয়শা
বেঙ্গালুরু: রিও অলিম্পিকের ম্যারাথন দৌড়ের সময় ভারতের একমাত্র প্রতিযোগী ওপি জয়শাকে সাহায্য করার জন্য ছিলেন না কোনও কোচ বা আধিকারিক। দৌড়ের সময় জলটুকুও পাননি ভারতের এই অ্যাথলিট। জল না খেয়েই ৪২.১৯৫ কিলোমিটার দৌড়তে হয় তাঁকে। প্রচণ্ড গরমে এভাবে দৌড় শেষ করে তিনি অজ্ঞান হয়ে যান।
দেশে ফিরে ম্যারাথন দৌড়ের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন জয়শা। তিনি বলেছেন, ‘যথেষ্ট পরিমাণে জল না খেয়েও কীভাবে দৌড় শেষ করলাম জানি না। অন্য সব দেশের অ্যাথলিটদের প্রতি আড়াই কিলোমিটার অন্তর জল, গ্লুকোজ, মধু দেওয়া হচ্ছিল। কিন্তু আমাদের দেশের কেউ ছিলেন না। আয়োজকরা প্রত্যেক আট কিলোমিটার অন্তর জল ও স্পঞ্জ দিচ্ছিলেন। কিন্তু ৫০০ মিটার যাওয়ার পরেই সেই জল শেষ হয়ে যাচ্ছিল। প্রখর রোদে জল ছাড়া ৩০ কিলোমিটারের পরে আর দৌড়তে পারছিলাম না। তা সত্ত্বেও মনের জোরে দৌড় শেষ করি। তারপর অজ্ঞান হয়ে গিয়েছিলাম।’
২ ঘণ্টা ৪৭.১৯ সেকেন্ডে ম্যারাথন দৌড় শেষ করেন জয়শা। এরপর দু-তিন ঘণ্টা তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। সতীর্থ গোপী ও কোচ রাধাকৃষ্ণণ নায়ার তাঁর সাহায্যে এগিয়ে আসেন। আয়োজকরা সাত বোতল গ্লুকোজ দিয়ে তাঁর জ্ঞান ফিরিয়ে আনেন। তবে এখনও পুরোপুরি সুস্থ নন জয়শা। তিনি এখনও দুর্বল বোধ করছেন। আয়ুর্বেদিক চিকিৎসা এবং ম্যাসাজের মাধ্যমে দু থেকে তিন মাসের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন বলেই আশা এই অ্যাথলিটের।
শনিবার রাতে দেশে ফিরেছেন জয়শা। এরপর সাই-এর চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে বলেন, এখনও জ্বর রয়েছে। তাঁর হাসপাতালে ভর্তি হওয়া উচিত। তবে জয়শা হাসপাতালে ভর্তি হতে রাজি নন। তিনি নিজেই চিকিৎসা করে সুস্থ হয়ে উঠতে চাইছেন।
ম্যারাথন দৌড়তে গিয়ে এই ভোগান্তির জন্য আধিকারিকদের পাশাপাশি কোচ নিকোলাই স্নেসিয়ারেভকেও দায়ী করেছেন জয়শা। তাঁর দাবি, তিনি মুম্বই ম্যারাথনের পর ১,৫০০ মিটারে দৌড়তে চেয়েছিলেন। কিন্তু কোচ ম্যারাথনে দৌড়তে বাধ্য করেন। অনুশীলনে চোট পাওয়ার পর সেরে ওঠার সময়টুকুও দেননি কোচ। তাছাড়া তাঁরা অনুশীলন করতেন ভোরবেলা। অথচ অলিম্পিকে দৌড়তে হয়েছে দুপুরবেলা। ফলে রোদ ও তাপের সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে।
রিও অলিম্পিকে ভারতের অ্যাথলেটিক্স দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ম্যারাথন দৌড়ের সময় অ্যাথলিটদের সাহায্য করার জন্য ভারতের চার জন আধিকারিককে রাখা যেত। কোচ ও অ্যাথলেটিক্স ফেডারেশনের দায়িত্ব ছিল এটা। কিন্তু তাঁরা সেটা করেননি। ভারতের অ্যাথলিটরা অন্য দেশের আধিকারিকদের কাছ থেকে জল নিয়ে খেতে পারেননি। কারণ, সেই নিয়ম নেই। ফলে জয়শার সমস্যা হয়েছে।
এবারের অলিম্পিকে সবচেয়ে বড় দল নিয়ে গিয়েছিল ভারত। অ্যাথলিটদের পাশাপাশি কোচ-কর্মকর্তার সংখ্যাও ছিল যথেষ্ট। তারপরেও কেন ম্যারাথনের সময় জয়শা জলটুকুও পেলেন না সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। জবাব দেওয়ার কথা যাঁদের, সেই আধিকারিকরা দায় এড়িয়ে যাচ্ছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement