Rishabh Pant: ওজন কমাও, খেলাটাকে সম্মান করো, পন্থের জন্য কড়া দাওয়াই
আমদাবাদে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে মাত্র ৩ দিনের ভেতর দুরমুশ করেছেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলেছেন কোহলিরা।
আমদাবাদ: ম্যাগনিফিসেন্ট। অসাধারণ।
ঋষভ পন্থকে নিয়ে বলতে গিয়ে রবি শাস্ত্রীর মুখ থেকে যেন স্বতস্ফূর্তভাবে বেরিয়ে গেল বিশেষণটি।
ম্যাচ শেষ। আমদাবাদে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে মাত্র ৩ দিনের ভেতর দুরমুশ করেছেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলেছেন কোহলিরা। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের তরফে রবি শাস্ত্রীর কাছে ঋষভকে নিয়ে জানতে চাওয়া হয়। শাস্ত্রী বলেন, ‘অসাধারণ।’ এবং তারপরই ভারতীয় দলের হেড কোচ জানান, ঠিক কোন মন্ত্রে তরুণ উইকেটকিপার-ব্যাটম্যানের রূপান্তর ঘটেছে।
৮ শহরেই আইপিএল, কোহলিদের টি-টোয়েন্টি সিরিজে মাঠে থাকবেন সৌরভ
শাস্ত্রী বলেন, ‘আমরা ওকে নিয়ে কড়া মনোভাব নিয়েছিলাম। সহজে কিছু হাসিল করা যায় না। ওকে বলে দিয়েছিলাম, ওজন কমাতে হবে। সেই সঙ্গে বলে দিয়েছিলাম, খেলাটাকে আরও সম্মান করতে হবে। উইকেটকিপিং নিয়েও আরও পরিশ্রম করার কথা বলা হয়েছিল। জানতাম ও কতটা প্রতিভাবান। ও কিন্তু সাড়া দিয়েছে। গত কয়েকমাসে অসম্ভব খেটেছে। তার পুরস্কারও দেখছেন সকলে।’
‘ও ধোনির মতোই, ম্যাচ উইনার,’ কাকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ
আইপিএল, অস্ট্রেলিয়া সফর, দেশে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। টানা জৈব সুরক্ষা বলয়ে কাটানো। টানা ক্রিকেট খেলার ধকল। শাস্ত্রী বলছেন, ‘চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে ছেলেরা আরও একটু বিশ্রাম পেলে ভাল হতো। ক্রিকেটারেরা জ়ম্বির মতো হয়ে গিয়েছিল। ক্লান্ত। মাঠে ওদের উৎসাহ দেওয়ার জন্য তখন গ্যালারিতে দর্শকও ছিল না।’
সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হয়েছিল ২ দিনেরও কম সময়ে। সেই ম্যাচের পর পিচ নিয়ে অনেক বিতর্ক হয়। কিন্তু চতুর্থ টেস্টে প্রমাণ হয়ে গেল, ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে দুর্বল। যে পিচে ভারতের ঋষভ পন্থ শতরান করলেন, ওয়াশিংটন সুন্দর ৯৬ রানে অপরাজিত থাকলেন, এমনকী অক্ষর পটেলও ৪৩ রান করলেন, সেই ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। পিচ নিয়ে সমালোচনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের হেড কোচ। শাস্ত্রী বলেছেন, ‘এই উইকেট নিয়ে কে অভিযোগ করবে! দারুণ পিচ। মাঠকর্মীরা খুব ভাল কাজ করেছেন।’