Messi-Ronaldo: ফের সম্মুখ সমরে মেসি-রোনাল্ডো, কোথায়, কবে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন দুই মহাতারকা?
Inter Miami vs Al Nassr: রিয়াধ কাপে আল নাসরের মুখোমুখি হতে চলেছে ইন্টার মায়ামি।
![Messi-Ronaldo: ফের সম্মুখ সমরে মেসি-রোনাল্ডো, কোথায়, কবে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন দুই মহাতারকা? Riyadh Season Cup Lionel Messi to play against Cristiano Ronaldo February 2024 Inter Miami vs Al Nassr Messi-Ronaldo: ফের সম্মুখ সমরে মেসি-রোনাল্ডো, কোথায়, কবে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন দুই মহাতারকা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/12/9814c48ecb4b8292a81f5c14bb0002f31702358455616507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: লিওনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristoino Ronaldo), মতান্তরে সর্বকালের দুই সেরা ফুটবলার। সেরার সেরা কে, সেই নিয়ে দুই মহাতারকার ভক্তকুলের মধ্যে প্রায়শই উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। দুই তারকা একে অপরের বিরুদ্ধে মাঠে নামলে, লড়াইটাও তাই রোমাঞ্চকর হয়। তবে মেসি ও রোনাল্ডো উভয়েই ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়েছেন। একজন বর্তমানে যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে খেলছেন তো অন্যজন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে। তাই দুই তারকার ক্লাব স্তরে মুখোমুখি হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন সমর্থকরা। তবে আসন্ন বছরেই ফের একবার মুখোমুখি হতে চলেছেন মেসি ও রোনাল্ডো।
সদ্যই ইন্টার মায়ামির (Inter Miami) তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে তাঁরা প্রথমবার প্রাক মরশুম প্রস্তুতি সারতে প্রথমবার আন্তর্জাতিক সফরে যাচ্ছে। সেই সফরের অন্তর্গত ম্যাচে মুখোমুখি হতে চলেছেন মেসি ও রোনাল্ডো। ২৯ জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে এবং ১ ফেব্রুয়ারি রোনাল্ডোর আল নাসরের (Al Nassr) বিরুদ্ধে খেলতে নামবে মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি। দুই ম্যাচই কিংডম এরিনা স্টেডিয়ামে আয়োজিত হবে। রোনাল্ডোর পাশাপাশি এই সফরেই মেসি নিজের প্রাক্তন সতীর্থ নেমারের বিরুদ্ধেও মাঠে নামতে চলেছেন। নেমার বর্তমানে সৌদির ক্লাব আল হিলারের হয়েই খেলেন।
Adding a stop to our Preseason International Tour📍🌏
— Inter Miami CF (@InterMiamiCF) December 11, 2023
We will play two matches in Saudi Arabia in the Riyadh Season Cup as part of our first-ever international tour!
In a round-robin tournament format, we will take on Saudi powerhouses Al-Hilal SFC and Al Nassr FC on Monday,… pic.twitter.com/Xi9M0QApLi
এই প্রথমবার ভিন্ন দেশে প্রাক মরশুমের ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এল সালভাদোর এবং হংকংয়ে রয়েছে ম্যাচ। সেই প্রাক মরশুম প্রস্তুতির মধ্যেই রিয়াধ কাপ নামক টুর্নামেন্টে সৌদির দুই ক্লাবের মুখোমুখি হতে চলেছে ইন্টার মায়ামি। এই সফরকে সৌদি আরবে ইন্টার মায়ামির অনুরাগীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার মাধ্যম হিসাবেই দেখছেন ইন্টারের চিফ বিজনেস অফিসার জাভিয়ের আসেন্সি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: সবুজ-মেরুন শিবিরে হতাশার দিনে বসুন্ধরাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ওড়িশা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)