এক্সপ্লোর
ইয়োইয়ো টেস্টে উত্তীর্ণ হয়ে সমালোচকদের একহাত নিলেন রোহিত শর্মা

নয়াদিল্লি: আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাওয়ার আগে আজ বাধ্যতামূলক ইয়োইয়ো টেস্টে উত্তীর্ণ হলেন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। এ মাসের ১৫ তারিখ অধিনায়ক বিরাট কোহলি সহ এই সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়া সব ক্রিকেটার ইয়োইয়ো টেস্ট দিলেও, রাশিয়ায় স্পনসর সংক্রান্ত দায়বদ্ধতা থাকায় সেদিন অব্যাহতি চেয়েছিলেন রোহিত। আজ তিনি এই টেস্ট দিলেন। ফলে স্ট্যান্ডবাই হিসেবে থাকা অজিঙ্কা রাহানের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকল না।
Dear... it’s no ones business how & where I spend my time.I’m entitled to have time off as long as I follow protocol.Let’s debate some real news shall we???? & to a few channels,I had just 1 chance to clear my yo-yo that was today.Verification before reporting is always a good idea
— Rohit Sharma (@ImRo45) June 20, 2018
ইয়োইয়ো টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ট্যুইট করে সমালোচকদের একহাত নিয়েছেন রোহিত। তিনি লিখেছেন, ‘আমি কোথায়, কীভাবে সময় কাটাচ্ছি সেটা অন্য কারও দেখার কথা নয়। আমি যতক্ষণ নিয়ম মেনে চলছি, ততক্ষণ ছুটি প্রাপ্য। এবার আসল খবর নিয়ে আলোচনা শুরু হোক। আমি আজ একটা সুযোগ পেয়েই ইয়োইয়ো টেস্টে উত্তীর্ণ হয়েছি।’ বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) সাবা করিম জানিয়েছেন, রোহিত আগেই জানিয়েছিলেন, ১৫ জুন তিনি ইয়োইয়ো টেস্ট দিতে পারবেন না। সেই কারণে তিনি আজ এই টেস্ট দিলেন। ভারতীয় দল শনিবার আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা হচ্ছে। ২৭ তারিখ ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ। ২৯ তারিখ দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলবেন বিরাট-রোহিতরা। এরপর তাঁরা যাবেন ইংল্যান্ডে। খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















