Rohit Sharma Record: সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে আফ্রিদির রেকর্ডও ভাঙলেন রোহিত
IND vs WI: শনিবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। রোহিত তাঁর ইনিংসে তিনটি ছক্কা ও ২টো বাউন্ডারি হাঁকান। সিরিজও জিতে নিয়েছেন।
ফ্লোরিডা: ওয়ান ডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও জয় হাসিল করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকলেও ৩-১ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ দখলে করে নিয়েছেন হার্দিক, সূর্যকুমাররা। ম্যাচে ১৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন। আর সেই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির দীর্ঘদিনের পুরনো আন্তর্জাতিক রেকর্ড ভেঙেছেন হিটম্য়ান।
রোহিত কোন রেকর্ড ভাঙলেন?
শনিবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। রোহিত তাঁর ইনিংসে তিনটি ছক্কা ও ২টো বাউন্ডারি হাঁকান। প্রথম দুটো ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে এশিয়ার ব্যাটারদের মধ্যে সর্বাধিক ছক্কার মালিক হয়ে গেলেন। তিনি এখন ৪৭৭ ছক্কার মালিক। ক্রিস গেলের (৫৫৩) পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক এখন রোহিত শর্মা।
চতুর্থ টি-টোয়েন্টিতে জয় ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের হয়ে রোহিত ও সূর্যকুমার যাদব শুরুটা দারুণ আগ্রাসীভাবে করেন। তবে বড় ইনিংস কেউই খেলতে পারেননি। সূর্য ২৪ ও রোহিত ৩৩ রানে সাজঘরে ফেরেন। পরপর দুই উইকেট হারানোর পর দীপক হুডা ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে পরিস্থিতি কিছুটা সামাল দেন। দীপক ২১ রানে ফিরলে পন্থের সঙ্গে ইনিংস গড়ার কাজ চালিয়ে যান সঞ্জু। পন্থই এই ম্য়াচে ভারতের হয়ে সর্বাধিক ৪৪ রান করেন। সঞ্জু অপরাজিত থাকেন ৩০ রানে। শেষের দিকে অক্ষরের ৮ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে। জবাবে ১৩২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস। ৫৯ রানের বিরাট ব্যবধানে জয় পায় ভারত।
আরও পড়ুন: কমনওয়েলথে প্যারা টেবিল টেনিসে সোনা ভাবিনা পটেলের