Rohit Sharma: আজ একাদশে সুযোগ পাবেন উমরন? স্পষ্ট ইঙ্গিত অধিনায়ক রোহিতের
ENG vs IND 3rd T20I: চলতি সিরিজে রোহিত, বিরাটের মতো সিনিয়ররা দলে ফেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে উমরন মালিক এখনও এই সিরিজে মাঠে নামার সুযোই পাননি। আজ শেষ ম্যাচে নজর থাকবে তাঁর দিকে।
নটিংহ্য়াম: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ পেকেটে পুরেছে ভারতীয় দল। টি-টোয়েন্টিতে টানা পাঁচ সিরিজ অপরাজিত টিম ইন্ডিয়া। আয়ার্ল্যান্ড হোয়াইটওয়াশ করার পর ইংল্যান্ডকেও হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন দলের সামনে। তবে সিনিয়রদের উপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি জুনিয়র এখনও খেলার সুযোগ পাননি।
কোচের সঙ্গে আলোচনায় রোহিত
উমরন মালিকরা এখনও এই সিরিজে মাঠেই নামেননি। একদিকে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হাতছানি, অপরদিকে সিরিজে বাকিদের খেলানোর সুযোগ, তৃতীয় টি-টোয়েন্টির আগে বেশ বড় একটি প্রশ্নের মুখোমুখি রোহিত। তৃতীয় টি-টোয়েন্টিতে কী করবেন, পূর্বাভাস দিয়েই রাখলেন ভারতীয় অধিনায়ক। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে রোহিত বলেন, ''নিঃসন্দেহে বেঞ্চে যেসব ক্রিকেটাররা বসে রয়েছে, আমরা তাদের খেলার সুযোগ করে দিতে চাই। কোচের সঙ্গে এই নিয়ে আলোচনায় বসব এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।''
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৯ রানের দাপুটে জয়ে আরও একবার নজর কেড়েছে পাওয়ার প্লেতে ভারতীয় দলের ব্যাটিং। দুই উইকেট হারালেও আগ্রাসী মেজাজে বড় শট খেলে ভারতীয় ব্যাটাররা প্রথম ৬ ওভারের ৬৬ রান তোলে। বল হাতে আবার ইংল্যান্ডকে শুরুতেই পাওয়ার প্লেতেই ব্যাকফুটে ঠেলে দেন ভুবনেশ্বর কুমাররা। ৩২ রানে তিন উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। পাওয়ার প্লেতে দলের খেলায় বেজায় খুশি রোহিত।
জাডেজার প্রশংসায় পঞ্চমুখ রোহিত
তবে দুরন্ত পাওয়ার প্লে-র পর মাঝের ওভারগুলিতে ভারতীয় দলের রানের গতি একেবারে থমকে যায়। টেস্টে শতরানের পর সেই এজবাস্টনেই টি-টোয়েন্টিতেও চলল রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ব্যাট। জাডেজা ৪৬ রান না করলে ১৭০ রানে পৌঁছতেই পারত না টিম ইন্ডিয়া। দলের তারকা অলরাউন্ডের এহেন পারফরম্যান্সে উচ্ছ্বসিত রোহিত। ‘চাপের মুখে জাডেজা দুরন্ত ইনিংসটা খেলেছে। এই মাঠেই ও শতরান হাঁকিয়েছিল। তাই চাপেও মাথা ঠান্ডা রেখে ও নিজের কাজটা করে গিয়েছে। কোনও সময়েই কিন্তু আমরা ঘাবড়ে যায়নি। জাডেজার সুবাদেই একটা ভাল স্কোর তুলতে পারি আমরা, যা আমার মতে এই পিচে ঠিকঠাকই ছিল।’ জানান রোহিত।
আরও পড়ুন: আজ জিতলেই অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়বেন, পন্টিংকে ছোঁয়ার হাতছানি রোহিতের