এক্সপ্লোর
Advertisement
কোহলি না রোহিত? কে সেরা অধিনায়ক? মতামত জানালেন কিউয়ি অলরাউন্ডার কোরি আন্ডারসন
২০১৫-তে আইপিএল-জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন আন্ডারসন। ২০১৮-তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র স্কোয়াডে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
নয়াদিল্লি: ভারতীয় দলের উপযুক্ত অধিনায়ক কে হতে পারেন? বিরাট কোহলি, না রোহিত শর্মা? ২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায় পর এই বিতর্ক তুঙ্গে ওঠে। সেইসঙ্গে ভারতীয় দলের ড্রেসিংরুমে সিনিয়র খেলোয়াড়দের দুটি গোষ্ঠীর সংঘাত নিয়েও নানা ধরনের জল্পনা ডানা মেলেছিল। কোনও কোনও মহলে তো এ-ও দাবি করা হচ্ছিল যে, রোহিত সহ ভারতীয় দলের কিছু খেলোয়াড় কোনও আলোচনা ছাড়াই অধিনায়ক কোহলি ও কোচ রবি শাস্ত্রীর কিছু সিদ্ধান্ত নিয়ে হতাশ। এরপর থেকেই কোহলি ও রোহিতের অধিনায়ত্ব নিয়ে তুলনা শুরু হয়েছিল। আর তা নিয়ে অনুরাগীরা তো বটেই, কোনও কোনও বিশেষজ্ঞও তাঁদের মতামত দিতে শুরু করেছিলেন।
আর সেই বিতর্কেরই মুখোমুখি হতে হল নিউজিল্যান্ডের ক্রিকেটার কোরি আন্ডারসনকে। এক সংবাদমাধ্যমের অনলাইন সেশনে তাঁকে এই প্রশ্নের মুখে পড়তে হল। আইপিএলে রোহিত ও কোহলি-উভয়ের অধিনায়কত্বেই খেলার অভিজ্ঞতা রয়েছে আন্ডারসনের। তিনি বলেছেন, দুজনেই ধুরন্ধর কৌশলী।
২০১৫-তে আইপিএল-জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন আন্ডারসন। ২০১৮-তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র স্কোয়াডে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
রোহিত ও কোহলির মধ্যে কে ভালো অধিনায়ক, এই প্রশ্নের জবাবে আন্ডারসর বলেছেন, দুজনেই খুব ভালো অধিনায়ক। রোহিত স্বভাবগতভাবে শান্ত ও সংযত এবং কোহলি আক্রমণাত্মক। রোহিত তার ভূমিকায় সংযমী। ওরও আবেগ রয়েছে, জিততে চায়, কিন্তু মনোভাব অনেক বেশি আড়ালে রাখতে পারে। কিন্তু কোহলির আবেগ নিয়ে কোনও রাখঢাক নেই। দুজনেই দলের রাশ নিজেদের হাতে তুলে নিতে পারে। দুজনেই স্বাভাবিক-নেতা।
আন্ডারসন বলেছেন, দুজনেই কৌশলী এবং খেলাটা বেশ ভালো বোঝে ও জানে কীভাবে জিততে হয়।
উল্লেখ্য, ২০১৪-তে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে আন্ডারসনের ৪৪ বলে ৯৫ রানের ইনিংসে ভর করে মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে পৌঁছে গিয়েছিল।
নিউজিল্যান্ডের হয়ে ২৯ বছরের আন্ডারসন ৯৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রোহিতকে তাঁর অন্যতম পছন্দের ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছেন তিনি। আন্ডারসন বলেছেন, নিজস্ব ছন্দের রোহিত আমার পছন্দের ক্রিকেটার। ওর খেলা দেখলে মনে হয়, ক্রিকেট খেলাটা খুব সহজ। বিশ্বের সেরা খেলোয়াড়রা এমনই হয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement