এক্সপ্লোর
Advertisement
আহত ক্যারিবিয়ান ব্যাটসম্যানের প্রতি নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের সৌজন্যের প্রশংসায় রোহিত
সবাই এই ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা করছেন।
বেনোনি (দক্ষিণ আফ্রিকা): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার লিগ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জেতার পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের মনও জয় করে নিল নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কার্ক ম্যাকেঞ্জি চোট পান। তাঁর পক্ষে হেঁটে মাঠের বাইরে যাওয়া কঠিন হয়ে যায়। সেটা দেখে তাঁকে কাঁধে তুলে নিয়ে মাঠের বাইরে যান নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। সবাই এই ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা করছেন। ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাও ট্যুইট করে বাহবা জানিয়েছেন।
So good to see this #SpiritOfCricket at its best. https://t.co/qzUZjEuRt5
— Rohit Sharma (@ImRo45) January 30, 2020
গতকালের এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। চোট পাওয়া ম্যাকেঞ্জি করেন ৯৯ রান। ৪৩ ওভারের শেষদিকে পায়ের পেশিতে টান ধরায় তিনি অবসৃত হন। ৪৮-তম ওভারে তিনি ফের ক্রিজে আসেন। তবে পরের বলেই তাঁকে আউট করে দেন ক্রিস্টিয়ান ক্লার্ক। অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শতরান না পাওয়ার হতাশা তো ছিলই, তার সঙ্গে চোটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন ম্যাকেঞ্জি। সেটা দেখে তাঁর সাহায্যে এগিয়ে আসেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। এরপর আট উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। তবে খেলার ফলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে সৌজন্যমূলক আচরণ নিয়ে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement