Rohit Sharma: খোঁচা দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে, বেন ডাকেটকে মুখের মতো জবাব দিলেন রোহিত
India vs England: ডাকেট যে বলছেন যশস্বী আগ্রাসী ব্যাটিং করছেন ইংল্যান্ডের বাজ়বল দেখে? শুনে হাসছেন রোহিত...
ধর্মশালা: একেই হয়তো বলে মুখের মতো জবাব।
খোঁচাটা দিয়েছিলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট (Ben Duckett)। জানিয়েছেন, ভারতের যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) যে আগ্রাসী ব্যাটিং করছেন তার জন্য কৃতিত্ব প্রাপ্য ইংল্য়ান্ডেরই। কেন? ডাকেটের (Ben Duckett) দাবি, ইংল্যান্ডকে দেখেই আগ্রাসী ব্যাটিং করছেন জয়সওয়াল। ইংল্যান্ডের বাজ়বল দেখেই নাকি অনুপ্রাণিত হয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার।
যে দাবি নস্যাৎ করে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। শুধু তাই নয়, ডাকেটকে যেন ওড়ালেন মাঠের বাইরে। ডাকেট যে বলছেন যশস্বী আগ্রাসী ব্যাটিং করছেন ইংল্যান্ডের বাজ়বল দেখে? শুনে হাসছেন রোহিত। বলেছেন, 'আমাদের দলে একটা ছেলে ছিল যার নাম ঋষভ পন্থ (Rishabh Pant)। বেন ডাকেট সম্ভবত ওর খেলা দেখেনি।'
ইংল্যান্ডের বিরুদ্ধে পন্থের রেকর্ড দেখলে মনে হবে, সঠিক কথাই বলেছেন রোহিত। ইংরেজদের বিরুদ্ধে ১২টি টেস্ট ম্যাচ খেলেছেন পন্থ। ১২টি ম্যাচে ৩টি সেঞ্চুরি, ৪টি হাফসেঞ্চুরি। প্রায় পঁচাত্তরের কাছাকাছি স্ট্রাইক রেট রেখে রান করেছেন। সব মিলিয়ে টেস্টে ৭৩.৬৩ স্ট্রাইক রেট রেখে রান করেছেন পন্থ। টেস্ট ক্রিকেটে যা ঈর্ষণীয়। চাপের মুখে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছে অনেক ম্যাচে। রান তাড়া করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন পন্থ।
— BCCI (@BCCI) March 5, 2024
ইংল্যান্ডের আগ্রাসী ক্রিকেটকে পাল্টা খোঁচা দিয়েছেন রোহিত। বলেছেন, 'আমি জানি না বাজ়বল ঠিক কী। তবে হ্যাঁ, ওরা আগেরবার এখানে যা খেলেছিল, তার চেয়ে ভাল ক্রিকেট এবার খেলেছে। এবং ওদের যে ব্যাটাররা বড় সেঞ্চুরি করেছিল তাদের কৃতিত্ব দিতে হবে। ওরা সাফল্যের জন্য ওদের পদ্ধতি প্রয়োগ করেছে। সেটা পেয়েছে। এছাড়া আমি জানি না এই শব্দটার (পড়ুন বাজ়বলের) কী মানে।'
এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জিতে নিয়েছেন রোহিত শর্মারা। ধর্মশালায় পঞ্চম টেস্ট কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। সেই ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছেন ভারতীয় ক্রিকেটারেরা। রোহিত অবশ্য এই ম্যাচে কী প্রথম একাদশ খেলানো হবে, তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন। জানিয়েছেন, একজন বাড়তি পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: উৎকণ্ঠার মুহূর্তে পাশে দাঁড়িয়েছিলেন পূজারা, অশ্বিনের আচমকা বাড়ি ফেরার কারণ জানালেন স্ত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে