এক্সপ্লোর
Advertisement
চাহল-কুলদীপ জোড়া ফলায় বিদ্ধ দক্ষিণ আফ্রিকার অনুশীলনে জোর স্পিন বোলিং মোকাবিলায়
কেপটাউন: ডারবান, সেঞ্চুরিয়নের পর এবার কেপ টাউন। বুধবার কেপ টাউনে তৃতীয় ওয়ান ডে-তে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বিরাট ব্রিগেড। আগের দুটি ম্যাচেই জিতেছে ভারত। এবার আজকের ম্যাচ জিতেই সিরিজে ৩-০ তে এগিয়ে যেতে চায় টিম ইন্ডিয়া। ম্যাচের আগে আত্মবিশ্বাসে ফুটছে গোটা দল। বিরাট কোহলিদের লক্ষ্য এখন ওয়ান ডে সিরিজে ওয়াইট ওয়াশ।
আগের দুটি ম্যাচেই জয়ের মূল কারিগর ছিলেন ভারতের দুই রিস্ট স্পিনার। টেস্ট সিরিজের আগে সবার প্রশ্ন ছিল, প্রোটিয়া পেসারদের কীভাবে সামলাবে ভারতীয় ব্যাটসম্যানরা। কিন্তু এখন একদিনের সিরিজে সবার প্রশ্ন, ভারতীয় স্পিনারদের কীভাবে সামলাবে প্রোটিয়া ব্যাটসম্যানরা?এরপর ডিভিলিয়ার্স, ডুপ্লেসির পর সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কুইন্টন ডি ককও। চতুর্থ ম্যাচে ডিভিলিয়ার্সের ফেরার সম্ভাবনা রয়েছে।
যজুবেন্দ্র চাহল ও কুলদীর যাদবের স্পিন বোলিংয়ের সামনে গত দুটি ম্যাচেই কার্যত দিশেহারা দেখিয়েছে প্রোটিয়া ব্যাটিং লাইন-আপকে। দুটি ম্যাচে ভারতের এই দুই তরুণ স্পিনার মোট ১৩ জন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে আউট করেছেন।
এখন দক্ষিণ আফ্রিকার সামনে একদিনের সিরিজ খোয়ানোর সংকট ঝুলছে। এই অবস্থায় সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকতে তাদের আজকের ম্যাচ জিততেই হবে। এজন্য ভারতীয় স্পিন আক্রমণ সামাল দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ম্যাচের আগের দিন মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার অনুশীলনে যে দৃশ্য দেখা গেল, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। পেস বোলিং নির্ভর দলকে তাদের ঘরের মাঠেই স্পিন বোলিং সামলানোর অনুশীলন করতে দেখা গেল। এমনটা ভারতের মাঠেই দেখা যায়। বিপক্ষ দল ভারতের স্পিন আক্রমণ মোকাবিলার জন্য স্পিন বোলিংয়ের বিরুদ্ধে অনুশীলন করে থাকে। সেই দৃশ্য দক্ষিণ আফ্রিকায় দেখলে স্বাভাবিকভাবেই চমকে যেতে হয়।
তৃতীয় ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা শুধুমাত্র স্পিনারদের সঙ্গেই ব্যাটিং অনুশীলন করে গেলেন। টিম ম্যানেজমেন্ট অনুশীলনে ডেকে নিয়ে এল দুই স্পিনারকে। তাঁদের মধ্যে একজন লেগ স্পিনার। সাপোর্ট স্টাফদেরও লেগ স্পিন করে ব্যাটিং অনুশীলন করাতে দেখা গেল। প্রায় দেড় ঘন্টা স্পিন বোলিংয়ে অনুশীলন করলেন প্রোটিয়া ব্যাটসম্যানরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement