এক্সপ্লোর
দক্ষিণ আফ্রিকাকে ২-০ টেস্ট সিরিজ হারিয়ে নয়া নজির শ্রীলঙ্কার

পোর্ট এলিজাবেথ: দক্ষিণ আফ্রিকাকে ২-০ টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস শ্রীলঙ্কা। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দ্বিতীয় টেস্টে জিতল শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজে প্রোটিয়া ব্রিগেডকে তাদের ডেরায় গিয়ে হোয়াইট ওয়াশ করল শ্রীলঙ্কা। একইসঙ্গে প্রথম এশিয় দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব গড়ল শ্রীলঙ্কা। ১৯৯১-এ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসার পর পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর তৃতীয় দেশ হিসেবে সেখানে সিরিজ জিতল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে অধিনায়ক দিমুথ করুণারত্নে (১৯) ও লাহিরু থিরিমানে (১০) খুব একটা ভালো শুরু করতে পারেননি। ১৯৭ রান তাড়া করতে নেমে আগের দিনই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন তাঁরা। যদিও ওশাদো ফার্নান্ডো ও কুশল মেন্ডিস সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নয়া অধ্যায় রচনা করলেন। এদিন জয়ের জন্য ১৩৭ রান প্রয়োজন ছিল। আগের দিনের ২ উইকেটে ৬০ রান নিয়ে দিনের খেলা শুরু করে আর পিছন ফিরে তাকায়নি শ্রীলঙ্কা। তৃতীয় উইকেটে ফার্নান্ডো ও মেন্ডিস ১৬৩ রান যোগ করে দলকে জয়ের দরজায় পৌঁছে দেন। দুই ব্যাটসম্যানই অর্ধশতরান করেন। মেন্ডিস ৮৪ এবং ফার্নান্ডো ৭৫ রানে অপরাজিত থাকেন। এই টেস্টের দ্বিতীয় দিন ২৮২ রানে দু দলের মোট ১৮ উইকেট পড়ে। ফলে দুই দলের কাছেই জযের সুযোগ চলে আসে। শ্রীলঙ্কা লাঞ্চের আগে ১৫৪ রানে অল আউট হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা ৬৮ রানের লিড পেয়ে যায়। তখন মনে হচ্ছিল যে, ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু পাল্টা আঘাত হানে শ্রীলঙ্কাও। দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানে অল আউট করে দেয় তারা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















